• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘আমরা চাই তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে’


কুষ্টিয়া প্রতিনিধি অক্টোবর ১৮, ২০১৭, ০১:৩৭ পিএম
‘আমরা চাই তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে’

কুষ্টিয়া : মায়ানমার থেকে রোহিঙ্গাদের সাথে সন্ত্রাসীরা প্রবেশ করছে এমন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সন্ত্রাসীদের ব্যাপারে আমাদের নীতি হলো জিরো টলারেন্স। কোন সন্ত্রাসীকে এলাকায় থাকতে দেব না। কোন বিচ্ছিন্নতাবাদী সুবিধা করতে পারবে না। মায়ানমারে অবস্থানরত সন্ত্রাসী বা দুস্কৃতিকারীদের নিয়ে আমাদের কোন মাথা ব্যাথা নেই। আমরা চাই তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নেবেন।

মায়ানমার সফর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ২৩ তারিখে আমার মায়ানমারে যাবার সম্ভব্য তারিখ হলেও মায়ানমার সরকার এখনও নিশ্চিত করেননি। তবে ২৪ আগষ্টের আগেই যাবার কথাবার্তা চলছিল, তখন নাফ নদীর ডিমার্গেশন, সীমান্ত লিয়াজো, সিকিউরিটি সহ দু’দেশের কিছু মিমাংসিত বিষয় ছিল, এছাড়াও কিছু এমিও আগেই সাইন করা ছিল, সেগুলো হস্তান্তরের বিষয় ছিল, কিন্তু এখন প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। এই সময়ে আমরা নিশ্চয় মায়ানমার সরকারকে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার অনুরোধ জানাব। আশা করি মায়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে।

বাউল সম্রাট ফকির লালন শাহের ১২৭ তম তিরোধান দিবস উপলক্ষ্যে কুষ্টিয়ার ছেউড়িয়ার আখড়াবাড়ীতে  দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য আব্দুর রউফ, দৌলতপুর আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী, খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি দিদার আহম্মদ।

কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি জহির রায়হানের সভাপতিত্বে আলোচনায় প্রধান আলোচক হিসেবে লালনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর মরমী সাধক লালন ফকিরের ১২৭ তম তিরোধান দিবস উপলক্ষ্যে কুষ্টিয়ার ছেউড়িয়ার লালন আখড়াবাড়ীতে তিনদিনব্যাপী লালন স্বরনোৎসব শুরু হয়। দেশ বিদেশ থেকে হাজার হাজার লালন অনুসারী, ভক্ত দর্শনার্থীরা আখড়াবাড়ীতে অবস্থান নিয়েছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!