• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমরা শতভাগ চেষ্টা করছি: রাব্বী


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৪, ২০১৭, ০৪:১৭ পিএম
আমরা শতভাগ চেষ্টা করছি: রাব্বী

ঢাকা: ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশেল লজ্জা পেছনে ফেলে টেস্টে দুর্দান্তভাবে ঘুরে দাড়িয়েছে টাইগাররা! এতে খানিকটা অবাকই হয়েছে নিউজিল্যান্ড শিবির। হয়তো তারা এমনটা ভাবতে পারেনি। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং অধিনায়ক মুশফিকুর রহীমের বীরোচিত ইনিংসে তৃতীয় দিনে ৫৯৫ রানের বিশাল স্কোর গড়ে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে ৭৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৯২ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে ব্লাক ক্যাপসরা। ফলে এখনও ৩০৩ রানে এগিয়ে আছে টাইগাররা। তাই ওয়েলিংটন টেস্ট যে ড্রয়ের দিকে গড়াচ্ছে সেটি আর বলার অপেক্ষা রাখে না। তবে এই ম্যাচে ফলাফল আনার জন্যই বাকি দুই দিন মাঠে নামবে বাংলাদেশ দল। আর টাইগাররা জেতার লক্ষ্যেই খেলবে বলে জানিয়েছেন টাইগারদের তরুণ পেসার কামরুল ইসলাম রাব্বী। শনিবার (১৪ জানুয়ারি) তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে রাব্বী সাংবাদিকদের জানান, টাইগাররা এখনও জয়ের কথাই ভাবছে।

এদিন প্রতিপক্ষের ৩ উইকেটের মধ্যে ২টি শিকার করা রাব্বী বলেন, ‘সব দলই ম্যাচে জিততে চেষ্টা করে। আমরাও জেতার চেষ্টাই করবো। নিউজিল্যান্ডও জেতার চেষ্টা করবে। জয়ের ইচ্ছে আমাদের আছেই। দিনটা খুব খারাপ যায়নি। আমরা শতভাগ চেষ্টা করছি। আমার মনে হয়, এই ম্যাচে একটা ফলাফল আসবে।’

সতীর্থ বোলারদের আরও ধৈর্য ধরার পরামর্শও দিলেন রাব্বি। পাশাপাশি প্রশংসা করলেন সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজের। রাব্বি বলেন, ‘এখানে যেকোনো বোলারকে ধৈর্য্য ধরে বল করে যেতে হবে। তাতে একসময় সুযোগ আসবেই।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!