• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘আমাকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে আপু’


বিনোদন প্রতিবেদক মে ২৪, ২০১৮, ১১:৫৮ এএম
‘আমাকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে আপু’

ঢাকা : হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ। মঙ্গলবার (২০ মে) বিকাল সারে চারটায় রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মৃত্যুর পর, আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে। আমি বুঝিনি তোমার মূল্য। আমাকে মাফ করে দাও তাজিন আপা- কথা গুলো বলেন ইপ্সিতা শবনম শ্রাবন্তী। তার এই ক্ষমা প্রার্থনা প্রয়াত তাজিন আহমেদের নিকট। কিন্তু কেন তিনি ক্ষমা চাইছেন তাজিনের কাছে?

তাজিনের শেষ দিন গুলো কেটেছে বড্ড একাকীত্বে। কে জানতো তার মনের অবস্থা!

গত বছরের মে মাসের কথা। তাজিন ফেসবুকে মেসেজ দেন শ্রাবন্তীকে। শ্রাবণ কেমন আছিস তুইরে? একটা যোগাযোগও তো করিস না মাঝে মধ্যে যা একটু ছবিতে বা স্ট্যাটাসে লাইক আর কমেন্ট দিস ব্যাস! আর কোনো যোগাযোগ করিস না কেন রে… ।

এরপর মেসেঞ্জারে ফোনও দিয়েছিলেন শ্রাবন্তীকে। সেই ফোনটিও শ্রাবন্তী ধরেন নি। হয়তো এটাই এখন অনুশোচনায় ভোগাচ্ছে। তাই সোশ্যাল মিডিয়ায় নিজেই পুরো বিষয়টি শেয়ার করে মাফ চেয়েছেন প্রবাসী এই অভিনেত্রী।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!