• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আমাকে মেরে তুই কি বাঁচতে পারলি নাতি?


চাঁদপুর প্রতিনিধি এপ্রিল ৩, ২০১৮, ০৬:২২ পিএম
আমাকে মেরে তুই কি বাঁচতে পারলি নাতি?

প্রতীকী ছবি

চাঁদপুর: দাদি করফুল বেগমকে (৭৫) হত্যার অভিযোগে দায়ের করা মামলায় নাতিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে চুরির মামলায় আরো তিন বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার (৩ এপ্রিল) চাঁদপুর জেলা ও দায়রা জজ সালাহউদ্দিন এ রায় প্রদান করেন। বর্তমানে আসামি পলাতক রয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুবক হলো- মো. মোখলেছুর রহমান (২৫)। তিনি মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকার এম এম কান্দির আব্দুর রশিদ প্রধানিয়ার ছেলে।

মামলার বরাত দিয়ে অতিরিক্ত পিপি সাইয়েদুল ইসলাম বলেন, ২০১৪ সালের ৪ মে মোখলেছ তার দাদি করফুল বেগমকে খুন করে স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করেন। আর লাশ নিয়ে পাশের বাড়ির ঘরের সামনে ফেলে দেন।

ঘটনার পরদিন ওই বৃদ্ধার আরেক ছেলে আফাজ উদ্দিন প্রধানিয়া মোখলেছুর রহমানকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই দিনই পুলিশ মোখলেছকে গ্রেপ্তার করে। কিন্তু ২০১৭ সালের ২৮ সেপ্টেম্বর রাতে কারারক্ষীদের ফাঁকি দিয়ে জেলা কারাগার থেকে পালিয়ে যান মোখলেছ। এখনো তিনি পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

ওই মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে মঙ্গলবার (৩ এপ্রিল) আদালত এ রায় প্রদান করেন বলে জানান তিনি।

মামলায় আসামি পক্ষে সরকার নিযুক্ত আইনজীবী ছিলেন মো. জয়নাল আবেদীন।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!