• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘আমাদের অর্থনীতিকে ধ্বংস করতে চাইছে মিয়ানমার’


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৪, ২০১৭, ০৫:০৬ পিএম
‘আমাদের অর্থনীতিকে ধ্বংস করতে চাইছে মিয়ানমার’

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, রোহিঙ্গাদের পাঠিয়ে মিয়ানমার বাংলাদেশের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে। বাংলাদেশের অর্থনীতিকে তারা বিধ্বস্ত করতে চাইছে।

রোববার(২৪ সেপ্টেম্বর) টঙ্গীতে রপ্তানিমুখী বিকাশমান শিল্পকারখানা এ্যাননটেক্স গ্রুপের স্বাস্থ্যক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ৪ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী এদেশের অর্থনৈতিক ও সামাজিক জীবনে দোলা দিয়েছে। তবে আমরা মুক্তিযুদ্ধ করে এদেশ স্বাধীন করেছি। আমরা মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় নিয়েছি। রোহিঙ্গাদেরও আমরা মানবিক কারণে আশ্রয় দিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনকল্যাণমুখী সরকার। তিনি সবসময়ই জনকল্যাণমুখী।  

এ সময় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়মী লীগ সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, এ্যাননটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউনুস বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী এ্যাননটেক্স গ্রুপ কর্মরত ২৬ হাজার শ্রমিক কর্মচারী কর্মকর্তার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘এ্যাননটেক্স হেলথ ক্লিনিক’ এর উদ্বোধন করেন।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!