• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
এশিয়া কাপ হকি

আমাদের ভুলের সুযোগ নিয়েছে পাকিস্তান: জিমি


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ১১, ২০১৭, ০৯:০২ পিএম
আমাদের ভুলের সুযোগ নিয়েছে পাকিস্তান: জিমি

ঢাকা: ঘরের মাঠে এশিয়া কাপ হকির শুরুটা ভাল করতে পারল না বাংলাদেশ। এদিন পাকিস্তানের বিপক্ষে কোন প্রতিরোধই গড়তে পারেনি স্বাগতিক দলের খেলোয়াড়রা। বরং তাদের ভুলের সুযোগ নিয়েছে পাকিস্তান। ম্যাচ শেষে সেটিই জানালেন বাংলাদেশ দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি।

তিনি বলেন, পাকিস্তান পরিকল্পনা অনুযায়ী গোল করেছে তা কিন্তু নয় আমাদের ভুলগুলো তারা কাজে লাগিয়েছে। মিডফিল্ডে সারওয়ারের অনুপস্থিতি অনুভব করেছি। এর পরেও আমরা চেষ্টা করেছি বল পজেশন ও ম্যাচের নিয়ন্ত্রণ রাখার জন্য। স্কোরলাইন ১-১ হলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারতো। গোল পেলে আমরা আরো উজ্জ্বীবিত হতে পারতাম। তখন ব্যবধান এত বড় নাও হতে পারতো। 

লম্বা পাস না খেলে কেন ছোট ছোট পাসে খেলেছেন এমন প্রশ্নে জিমি বলেন, কোচ আমাদের শুরু থেকেই নির্দেশনা দিয়েছিলেন লম্বা পাসের পরিবর্তে ছোট পাসে খেলা। পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে হারি এর পেছনে মানসিক বা ভয় নেই। ভারতের বিপক্ষে ম্যাচের আগে আমাদের কামব্যাক করতে হবে।

দলের ম্যানজোর রফিকুল ইসলাম কামাল বলেন, প্রথম কোয়ার্টার আমরা ভালোই খেলছিলাম। দ্বিতীয় কোয়ার্টারেও মোটামুটি লড়াই ছিলাম। তৃতীয় কোয়ার্টার থেকে পারফরম্যান্স খারাপ হয়। সাত গোলের মধ্যে পাচটিই আমাদের ভুলে হয়েছে। যে ভুলগুলো করেছে খেলোয়াড়রা এতে কোচ-ম্যানেজারের কিছু করার থাকে না। মিডফিল্ডে আমাদের কন্ট্রোল ছিল না। এই ম্যাচের ভুল গুলো নিয়ে ভিডিও সেশন হবে। সেই ভুল কাটিয়ে আমরা ভারতের সাথে ভালো খেলতে চাই।

উল্লেখ্য, এশিয়া কাপ হকির দশম আসরের উদ্বোধনী দিনের ম্যাচে পাকিস্তানের কাছে ৭-০ গোলের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। শুক্রবার (১৩ অক্টোবর) নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে জিমি-চয়নরা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!