• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘আমার আরও সেঞ্চুরি করা উচিত ছিল’


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২২, ২০১৮, ০৬:১৯ পিএম
‘আমার আরও সেঞ্চুরি করা উচিত ছিল’

ঢাকা: তামিম ইকবাল। শুধু দেশের সেরা ব্যাটসম্যানই নন, সব চেয়ে বেশি রানের মালিকও বাঁ হাতি এই ওপেনার। এখন পর্যন্ত ১৭৬টি ওয়ানডে ম্যাচ খেলে ৩৫.১১ গড়ে ৫৯৩৪ রান করেছেন। ৪০টি হাফ সেঞ্চুরি করলেও সেঞ্চুরি করেছেন মাত্র ৯টি। বিষয়টি তামিমকে শুধু পোড়ায়ই না, হতাশও করে। ‘সত্যি কথা বলতে কি, মাঝে মাঝে খারাপ লাগে। আমার আরও অনেক সেঞ্চুরি করা উচিত ছিল।’   

ওয়ানডেতে ৯৫ রানের তিনটি ইনিংস আছে, ৮০’র উপর ইনিংস আছে আরও পাঁচটি। এগুলোক সেঞ্চুরিতে রুপ দল প্রায় ২০টির মতো সেঞ্চুরির মালিক হতেন তামিম ইকবাল। ‘১১ বছরের ওয়ানডে ক্যারিয়ারে এখনো সেঞ্চুরির সংখ্যা দুই অঙ্কে না পৌঁছায় খারাপই লাগে। সেঞ্চুরির সংখ্যা দুই অঙ্কে যত দ্রুত নেয়া যায়, সেই লক্ষ্য থাকবে। দুই অঙ্ক দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। ১৭০টির বেশি ম্যাচ খেলে ফেলেছি। ৪০টা ফিফটি করেছি। এটা চিন্তা করলে হতাশাজনক।  

তামিম তেমন কিছু মনে করেন না। তবে দ্বিতীয় ম্যাচে তার কাছে মনে হচ্ছিল সেঞ্চুরিটা এক সময় হয়েই যাবে। যদিও শুরুটা ছিল তার স্লো। তামিম বলেন, ‘দুর্ভাগ্য না। তবে আমার কাছে মনে হচ্ছিল যে দ্বিতীয় ম্যাচে যেভাবে খেলছিলাম... (সেঞ্চুরিটা হয়ে যাবে)। একটা সময় ছিল যে, আমি শুরুই করেছি খুব স্লো।’

চলমান ত্রিদেশীয় সিরিজে প্রথমে জিম্বাবুয়ে ও পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সমান ৮৪ রান করে সংগ্রহ করেছেন তামিম। এর অন্তত একটি সেঞ্চুরিতে রুপ দেয়া যেত। তবে এই জায়গায় ভিন্ন ভাবনা এই ওপেনারের। তিনি বলেন, ‘আমি ইনিংসটা ভালোভাবেই এগিয়ে নিচ্ছিলাম। আবার যখন কন্ট্রোলের দরকার ছিল, আমি সেটাও করছিলাম; কিন্তু দুর্ভাগ্য যে, আমি দারুণ একটি বলের মুখোমুখি হয়ে গেলাম। এটা ছিল সত্যিই ভালো একটি বল। কিছু করার নেই। তবে অন্তত একটা জিনিস ভালো, আমি উইকেট থ্রো করে আসিনি।’

ত্রিদেশীয় সিরিজে ১১ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলক পেরিয়েছেন তামিম। এদিকে আর ৬৬ রান করলে একদিনের ক্যারিয়ারে ৬ হাজার রান হবে। কোনটি বিশেষ? এমন প্রশ্নে তামিম বলেন, ‘দুটোই মাইলফলক। কেউ দশ হাজার রান করলে এটা অবশ্যই মাইলস্টোন। জানি না কয়জন করছে। সাকিবের ১০ হাজার হয়েছে, মুশফিক সব মিলিয়ে ৩০০ ম্যাচ খেলেছে। এটাও মনে হয় না যে খুব বেশি মানুষ করেছে। আমাদের কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে যেটা “দ্যাট ইন্ডিভিজ্যুয়াল ফিলস গুড”।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!