• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘আমার ঘুম ভাঙ্গাইয়া গেল উইম্বলডন’


ক্রীড়া ডেস্ক জুলাই ১৮, ২০১৭, ০৭:১৩ পিএম
‘আমার ঘুম ভাঙ্গাইয়া গেল উইম্বলডন’

ঢাকা: গত বছর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে সেই সেরেনা উইলিয়ামসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন। এরপর কি হল আর মাথা তুলে দাঁড়াতেই পারছিলেন না। তাই এবার তাঁকে নিয়ে সংশয় ছিল। কিন্তু সব উড়িয়ে দিয়েই প্রথমবারের মতো উইম্বলডনের অনার্স বোর্ডে নিজের নামটা লিখিয়ে নিলেন গারবিনে মুগুরুজা। প্রথমবারের মত বিশ্বের সবচেয়ে প্রাচীন টেনিস প্রতিযোগিতা উইম্বলডন চ্যাম্পিয়নশিপের মুকুট ঘরে তুলেছেন ২২ বছরের এই স্প্যানিশ সুন্দরী।

আরও গ্র্যান্ড স্লাম জিততে চান মুগুরুজা। স্প্যানিশ খেলাধুলা বিষয়ক জনপ্রিয় দৈনিক পত্রিকা মার্কাকে দেয়া সাক্ষাৎকারে নিজের সেই লক্ষ্যের কথাই জানিয়েছেন উইম্বলডনের নতুন রানী। এক প্রশ্নের জবাবে মুগুরুজা বলেন, ‘ফাইনালের আগের রাতে ঘুমটা ভালো হয়নি। ভোর হওয়ার অনেক আগেই আমার ঘুম ভেঙ্গে যায়। এরপর আমি সব কিছু নিয়ে ভাবতে থাকি। শুধু এদিন না গেল দুই সপ্তাহ ধরে এমন হয়েছে আমার।’

৩৫ বছর বয়সে ১৯তম শিরোপা জিতে দুর্দান্ত ইতিহাস গড়েছেন রজার ফেদেরার। আপনি কি রজারের মত অর্জন চান? তিনি বলেন, ‘অবশ্যই এটা মনে আছে। আমার আশা ধীরে ধীরে সে পর্যায়ে চলে যাবো।’

ভেনাস আপনাকে কি বলেছেন মনে আছে? মুগুরুজা বলেন, ‘কোর্টের চারপাশে অনেক শব্দ ছিল। যে কারণে সব কথা শুনতে পাইনি। তবে ভেনাস আমাকে শুভকামনা জানিয়েছে। আমি তাকে বলেছি, ভালো খেলেছ।’

উল্লেখ্য, ২০১২ সাল থেকে টেনিসে পেশাদারিত্বের দিকে পা বাড়ান মুগুরুজা। তিনবার তিনি এককের শিরোপা লাভ করেছেন। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কৃতিত্ব হচ্ছে ২০১৬ সালের ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয় করা। চূড়ান্ত খেলায় তিনি বিশ্বের নাম্বার ওয়ান প্রমীলা টেনিস তারকা সেরেনা উইলিয়ামসকে পরাজিত করে এ খেতাব অর্জন করেছেন।

সোনালীনিউজনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!