• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমার হাত কোথায়- আমি বাঁচবোতো


মোঃ গোলাম মোস্তফা ( দুঃখু ) এপ্রিল ১৭, ২০১৮, ১১:৫০ পিএম
আমার হাত কোথায়- আমি বাঁচবোতো

নীল আকাশ দেখছে,
আমার নীরব কান্না।
বিকেলের হিমেল হাওয়া
আমার জীবনের কাল হলো ।

এত কষ্ট নিতে পারছি না,
নরম আমার দেহে।
হাত আমার নিলো ছিঁড়ে,
বাস নামক ঘাতক।

ও মা আমার দেহ গেলো ছিঁড়ে !
চোখে আমি দেখছি চেয়ে,
একি হলো আমার দেহে ।
হাতের রক্ত ডাকছে আমায় ,
রক্তের পানি নিয়ে।
রক্তের সাগর এলো এবার,
ঢাকা শহরে।

রক্ত লাগবে রক্ত !
আমি রক্ত বিক্রি করবো ,
হাতের রক্ত - মনের রক্ত ।  
আমার হাত নিয়েছে
ড্রাইভার ঘাতক ঢাকা শহরে।

হাসপাতালে নিতে হবে ,
না হয় বাঁচানো যাবে না।
জীবন স্বপ্ন কেড়ে নিলো ,
ড্রাইভারের ভুলে ।

হাত আমার রাস্তায় পড়ে
জীবনে বেঁচে কি আর হবে।
নীল আকাশের দেশে ।

বিচার হবে না আমি জানি
এমন আইনের মাঝে।
গরীব আমি মরছি এখন
হাসপাতালের বেডে পড়ে।

ডাক্তার বাবু - আমি বাঁচবোতো ?
এমন চোখে তাকিয়ে বলছো কেন ?

হাজার জীবন যাচ্ছে চলে ,
রাস্তা নামক মৃত্যুর ঘরে ।
ঘরের মালিক টাকা চিনে ,
জীবন তাদের মাছের জলে ।

আমি মরলে কি আর হবে ,
এমন দেশের মাঝে।
সবার জীবন নিচ্ছে কেড়ে ,
সন্তান আছে মায়ের পেটে ।

বাবা আদর কেমন লাগে ,
জানবে না ওরা জীবন ঘরে।
ড্রাইভার ঘাতক হাসবে এবার
লাশের মিছিল দেখে।

লেখক: বিতার্কিক- শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ,পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,খুলশী,চট্টগ্রাম।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!