• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আমি এখনও শতভাগ ফিট নই: নেইমার


ক্রীড়া ডেস্ক মে ২৮, ২০১৮, ০৭:২৪ পিএম
আমি এখনও শতভাগ ফিট নই: নেইমার

ফাইল ছবি

ঢাকা: ফেব্রুয়ারির শেষ সপ্তাহে লিগ ওয়ানের ম্যাচে মার্শেইর বিপক্ষে খেলতে গিয়ে ডান পায়ে গুরুতর চোট পান পিএসজির স্ট্রাইকার নেইমার। অস্ত্রোপাচারের পর গত ৩ জুন থেকে অনুশীলন শুরু করেছেন নেইমার। বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করতে বেশ ঘাম ঝরাচ্ছেন এই ব্রাজিল তারকা। রাশিয়া বিশ্বকাপ শুরু হতে আর বাকি আছে মাত্র দুই সপ্তাহ। তবে এখনও সম্পূর্ণ ফিট নন বলে নিজেই জানিয়েছেন নেইমার।

স্থানীয় সময় রোববার নেইমার সাংবাদিকদের বলেন, ‘আমি এখনো শতভাগ ফিট নই। সময়ের সাথে সাথে হয়তো সেটি ফিরে পাব। তবে এখনো বেশ কিছু অস্বস্থি রয়ে গেছে। পূর্ণ সামর্থ্য ফিরে পেতে আরো কিছুদিন সময় লাগবে।’

বিশ্বকাপে রোস্তভে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে সাবেক চ্যাম্পিয়ন ব্রাজিল। এর আগে ফিটনেস ফিরে না পেলে প্রথম ম্যাচে নেইমারের অংশগ্রহণে সন্দেহ থাকবে। তবে বিশ্বকাপে খেলার জন্য প্রস্তুত বলে জানান তিনি।

নেইমার বলেন, ‘আমি খেলার জন্য প্রস্তুত। কোন কিছুই আমাকে দমিয়ে রাখতে পারবে না। এই মুহূর্তে কিছু সমস্যার মুখোমুখি হবার কারণ হচ্ছে আমি প্রায় তিনমাস মাঠের বাইরে ছিলাম। তবে এসব বিষয় আমাকে থামিয়ে রাখতে পারবে না।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!