• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমি কপিল হতে চাই না বললেন হার্দিক পান্ডিয়া (ভিডিও)


ক্রীড়া ডেস্ক আগস্ট ২০, ২০১৮, ০৩:৫৬ পিএম
আমি কপিল হতে চাই না বললেন হার্দিক পান্ডিয়া (ভিডিও)

ঢাকা: হার্দিক পান্ডিয়া নাকি অধিনায়ক বিরাট কোহলির স্নেহভাজন, তাই দলে সুযোগ পান। রেন্ট ব্রিজ টেস্টের আগে এভাবেই সোমালোচনার তীরে বিদ্ধ হয়েছিলেন এই অলরাউন্ডার। নটিংহ্যাম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম বার পাঁচ উইকেট তুলে নিয়ে দারুন জবাব দিয়েছেন হার্দিক। নতুন কীর্তি গড়ার পর অনেকেই কিংবদন্তি কপিল দেবের সঙ্গে তুলনা করছেন।  

তবে নিজেকের কপিল দেবের সঙ্গে তুলনা করা মোটেও পছন্দ নয় হার্দিক পান্ডিয়ার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিশেষজ্ঞরা কে কী বলছেন, তা নিয়ে আমি ভাবি না। কথা বলার জন্য ওঁরা পয়সা পান, তাই যা মনে হয় বলতেই পারেন। আমি একটাই জিনিস দেখি যে, আমার টিম কী বলছে। যদি টিম আমাকে নিয়ে খুশি থাকে, আমি খুশি।’

তাঁর কথাবার্তার ধরন দেখে স্পষ্ট যে তিনি হোল্ডিংকেই জবাব দিয়ে দিলেন। সেই সঙ্গে বলেন, ‘আমার কাছে টিমের বিশ্বাসটাই একমাত্র গুরুত্বপূর্ণ। আমি অলরাউন্ডার কি না, সেটা নিয়ে টিম কী ভাবছে, সেটাই জরুরি।’

ভিডিও দেখুন:

এটাই প্রথমবার নয়, অতীতে কপিলের সঙ্গে পান্ডিয়ার তুলনা টেনেছেন সাবেক ক্রিকেটাররা। ক্রিকেট বিশেষজ্ঞদের এমন অহেতুক তুলনা বন্ধ করার অনুরোধ করে হার্দিক বলেন, ‘সমস্যাটা হচ্ছে, ওঁরা আমার সঙ্গে কপিল দেবের তুলনা করেন। কিন্তু ভুলভ্রান্তি হলেই আবার সমালোচনায় বিদ্ধ করেন। আমি কপিল হতে চাই না। হার্দিক হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত হয়ে চাই।’

রোববার অবশ্য অন্য মেজাজে পাওয়া গেল পান্ডিয়াকে।  ট্রেন্টব্রিজে অল্প সময়ের স্পেলেই ইংল্যান্ড ব্যাটিংকে মাটি ধরিয়েছেন পান্ডিয়া। অধিনায়ককেও ভরসা দিচ্ছে তাঁর বোলিং। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে হার্দিকের স্যুইংয়ে দিশেহারা রুটরা। মাত্র ছ’ওভার হাত ঘুরিয়েই হার্দিক তুলে নিয়েছেন পাঁচ উইকেট। তাঁর আগুনে বোলিংয়ের সুবাদেই ভারতের ৩২৯ রানের জবাবে ইংল্যান্ড শেষ মাত্র ১৬১ রানে। সবমিলিয়ে দ্বিতীয় দিনের শেষে সিরিজে নিজেদের বেশ ভাল অবস্থানে নিয়ে গিয়েছে কোহলিরা। চোখ ধাঁধানোর বোলিংয়ের জন্য ক্রিকেট পন্ডিতদের চর্চায় এখন হার্দিকের বোলিং পারফরম্যান্স।

ক্যারিয়ারের সেরা বোলিংয়ের পর হার্দিক আরও জুড়েছেন, ‘৪০ টি ওয়ান ডে ম্যাচে ও ১০ টি টেস্ট আমি হার্দিক হিসেবেই খেলেছি, কপিল দেব হিসেবে নয়। তাঁরা তাদের প্রজন্মের সেরা ক্রিকেটার। আমাকে হার্দিক পান্ডিয়া হয়েই থাকতে দিন। আমার সঙ্গে কিংবদন্তিদের তুলনা বন্ধ করলে খুশি হব।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!