• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমি তোমাকে ভালোবাসি মা


মো. গোলাম মোস্তফা (দুঃখু ) মে ১৩, ২০১৮, ০৩:০৮ পিএম
আমি তোমাকে ভালোবাসি মা

মা শব্দটি হলো,
পৃথিবীর সুখের বাগান।
মায়ের বুকের মাঝে,
সুখের আকাশ।

জীবন চোখে মা হলো,
বেঁচে থাকার আলো।
রাতের অন্ধকারে মায়ের পরশ,
সাহসের ভালোবাসা।

মায়ের হাতের খাবার,
হীরের চেয়ে দামি।
মা শব্দটি বেঁচে থাকার আশা,
মায়ের মুখ বেঁচে থাকার সুখ।

মা তুমি হাজার বছর বেঁচে থাকো,
তোমার সন্তানের বুকে।
একটু বকুনি, একটু ভালোবাসা।
তোমাকে কাছে পাওয়ার,
জীবনের শেষ আশা।

মাগো ক্ষমা করো আমায়,
যদি কষ্ট দিয়ে থাকি।
তোমার খোকা বাঁচতে চায়,
তোমার আঁচল ছায়ার নিচে।

একবার তাকাও আমার দিকে,
দেখ তোমার খোকা
তোমার হাসির মাঝে বেঁচে আছে।

তুমি আমার জীবন সুখের ঘর,
তোমার বুকে আমার ঠিকানা।
ভালোবাসি মা তোমার শাসন,
ভালোবাসি তোমার লাঠি হাতে
ভয় দেখানোর খেলা।

মা তোমার আদরে আমি,
শান্তি পাই প্রাণে।
তোমার খোকা ঘুমাবে,
রাতের অন্ধকারে।

তোমার হাসি থাকবে,

আমার ছায়া হয়ে চার পাশে।
আই লাভ ইউ 'মা' আই লাভ ইউ।

লেখক : বিতার্কিক-শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলশী,চট্টগ্রাম।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!