• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমি বড় বিপদে আছি, বললেন সেতুমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক জুন ৩০, ২০১৬, ০৩:১৪ পিএম
আমি বড় বিপদে আছি, বললেন সেতুমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনের অধীন এলাকার জরাজীর্ণ রাস্তা নিয়ে মানুষ তাকে দোষারোপ করছে বলে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমি সবাইকে জানাতে চাই, আমি বড় বিপদে আছি। আমি বিরক্তও হচ্ছি। প্রতিনিয়ত ফেসবুক ও টুইটারে জানতে চাইছে...একটু আগেও জবাব দিয়েছি।’

তিনি বলেন, ‘হানিফ ফ্লাইওভারের নিচের রাস্তা নিয়ে আমি বার বার বিপদে পড়ছি, মালিবাগ-মৌচাকের রাস্তা নিয়ে বিব্রত হচ্ছি, ফ্লাইওভার সাইট নিয়ে বিব্রত হচ্ছি।’

বৃহস্পতিবার সচিবালয়ে ঢাকা-চট্টগ্রাম ও জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়ক উদ্বোধনের বিষয়ে এক সভায় সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা শহরের যেখানে যেখানে রাস্তা নিয়ে সংকট মনে হচ্ছে বা চলাচলে অসুবিধা ফিল করছে সেখান থেকে আমাকে ফোন করছে। ফেসবুকে পোস্ট করছে, টুইটারে পোস্ট করছে। আমি ভাই বড় বিপদে আছি।’

‘আমি সাংবাদিকদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, সিটির রাস্তা সিটি করপোরেশনের এখানে আই হ্যাভ নো রেসপন্সিবিলিটি (আমার কোনো দায় নেই)। সেখানে কাজ করার জন্য কি হয়েছে না হয়েছে এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এটার জবাব দেবে সিটি করপোরেশন’ বলেন সড়ক পরিবহনমন্ত্রী।

ভিআইপিদের রং সাইড দিয়ে গাড়ি না চালানোর অনুরোধ জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘আমি যখন ঢাকার আশপাশ পরিদর্শনে যাই তখন পুলিশের অভিন্ন একটা অভিযোগ-স্যার রাস্তায় ইঞ্জিনিয়ারিং প্রবলেম ভালোভাবে সলভ করেছেন। ফিটনেসবিহীন গাড়িও একটা সমস্যা, সে বিষয়েও কাজ করছেন। কিন্তু ভিআইপিরা যখন ঈদের সময় রং সাইড দিয়ে চালায় তখন আমরা খুব সমস্যায় পড়ি। তখন আমরা যানজট নিয়ন্ত্রণ করতে পারি না।’

মন্ত্রী বলেন, ‘আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে আমি সকলের কাছে অনুরোধ করছি, কেউ যত বড়ই নেতা হোন, যত প্রভাবশালী মন্ত্রী...আমি তো রং সাইড দিয়ে চলি না। আমি সবার কাছে সবিনয় অনুরোধ করব। জনস্বার্থে সবাই যেন রাইট সাইড দিয়ে রাস্তায় চলেন।’

তিনি বলেন, ‘ঈদের সময় রং সাইড দিয়ে ভিআইপি গাড়ির সঙ্গে আরও দু’তিনটি গাড়ি থাকে। এতে কিন্তু হ্যাসেল হয়ে যায়।’

সোনালীনিউজ/ঢাকা/এএম

Wordbridge School
Link copied!