• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘আমিও আবেদন করতে পারতাম’


ক্রীড়া ডেস্ক জুন ২৮, ২০১৭, ১১:৪১ পিএম
‘আমিও আবেদন করতে পারতাম’

ঢাকা: ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেছেন, কোচ অনিল কুম্বলে ও অধিনায়ক বিরাট কোহলির মধ্যকার বিবাদ পরিপক্ক উপায়ে পরিচালনা করা উচিত ছিল। ইংল্যান্ডে শেষ হওয়া ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ দিকে ভারতীয় কো-অধিনায়কের মধ্যকার বিবাদের বিষয়টি প্রকাশ পায়।

ভারতীয় দলের কোচ নিয়োগে গঠিত ক্রিকেট এডভাইজরি কমিটির (সিএসি) তিন সদস্যের একজন গাঙ্গুলি বলেন কুম্বলে-কোহলি বিবাদ যথার্থভাবে হ্যান্ডল করা হয়নি। তিনি বলেন, ‘যে ব্যক্তিই দায়িত্বে থাকুক না কেন কুম্বলে-কোহলি বিবাদ আরো ভালভাবে পরিচালনা করা উচিত ছিল।’

কোহলির সঙ্গে বিবাদের কারণে কুম্বলে পদত্যাগ করার পর রবি শাস্ত্রি এ পদে আবেদন করায় ভারতীয় দলের কোচ নিয়োগে গতকাল নতুন মাত্রা যুক্ত হয়েছে। অনেকের মতে এখন শাস্ত্রিই এ পদে সবার চেয়ে এগিয়ে আছেন।

অবশ্য শাস্ত্রি গত বছরও এ পদের জন্য আবেদন করেছিলেন তবে তাকে বাদ দিয়ে কুম্বলেকেই নিয়োগ দেয়া হয়েছিল। সে সময় নিয়োগ না পেয়ে বেশ চটেছিলেন শাস্ত্রি। এমনকি কুম্বলেকে নিয়োগ দেয়ার জন্য কমিটির অপর দুই সদস্য শচিন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষনকে গাঙ্গুলি প্রভাবিত করেছিলেন বলেও অভিযোগ করেছিলেন শাস্ত্রি।

গাঙ্গুলি বলেন, ‘সকলেরই আবেদন করার অধিকার আছে। প্রশাসনের সঙ্গে যুক্ত না হলে আমিও আবেদন করতে পারতাম।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!