• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমিরাতে খেলতে চান সাকিব, ঝুঁকি নিতে নারাজ বিসিবি


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ২২, ২০১৮, ০৪:৫৬ পিএম
আমিরাতে খেলতে চান সাকিব, ঝুঁকি নিতে নারাজ বিসিবি

ফাইল ছবি

ঢাকা: বাম হাতের কনিষ্ঠ আঙুলের চোটের কারণে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দর্শকের ভুমিকায় সাকিব আল হাসান। চিকিৎসকদের ভাষ্য মতে, আগামী তিন মাসের মধ্যে ব্যাট ধরতে পারবে না বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। তাই আপাতত বিশ্রামেই থাকার কথা বিশ্বসেরা অলরাউন্ডারের। কিন্তু হঠাৎ করেই সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি লিগে খেলার অনুমতি চেয়েছেন সাকিব। তবে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (২২ অক্টোবর) বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, সাকিবের পক্ষ থেকে এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) চেয়ে আবেদন করা হয়েছে। তবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

জালাল ইউনুস বলেন, ‘আরব আমিরাতে ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলার জন্য সাকিব আমাদের কাছে এনওসি জমা দিয়েছে। আগামী দুই একদিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’

এদিকে সাকিবের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। এরইমধ্যে তার ক্ষত আঙুলে চামড়া উঠতে শুরু করেছে। ক্ষত স্থানটিও শুকিয়ে যাচ্ছে। দ্রুত উন্নতি হওয়ায় সাকিব নিজেও স্বস্তিতে আছেন। তবে চিকিৎসকদের ভাষ্য মতে, তিন মাসের মধ্যে ব্যাট তোলা যাবে না। এই সময়ে আঙুলে কোনো ব্যথা না হলে হয়তো অস্ত্রোপচারের প্রয়োজনও হবে না। তবে যদি ব্যথা অনুভব করেন তাহলে অস্ত্রোপচার বাধ্যতামূলক। আর অস্ত্রোপচার করলে ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে। এ অবস্থায় তাকে নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ বিসিবি।

এনওসি চেয়ে বিসিবির কাছে আবেদন প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমি যত দ্রুত পারি ফিটনেস ফিরে পেতে চাই। আমি সব দুয়ারই খোলা রাখতে চাই যাতে করে প্রথম যেই সুযোগ আসুক সেটা লুফে নিতে পারি।’

সম্ভব হলে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে রাজি বাংলাদেশের টেস্ট অধিনায়ক। তিনি বলেন, ‘আমি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে চাই। যদি তা না হয় তাহলে ওয়েস্ট ইন্ডিজ সফরতো রয়েছেই। এরপর আরব আমিরাতের টুর্নামেন্ট। এরপর বিপিএল আছে, নিউজিল্যান্ড সফর আছে।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!