• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আমিরাতের বিপক্ষেও বড় জয় চায় মারিয়া-আঁখিরা


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ২০, ২০১৮, ০৯:৩৯ পিএম
আমিরাতের বিপক্ষেও বড় জয় চায় মারিয়া-আঁখিরা

ফাইল ছবি

ঢাকা: এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে স্বাগতিক বাংলাদেশ ও ভিয়েতনামের পয়েন্ট এখন সমান। দুই ম্যাচ শেষেই দুই দলের সংগ্রহশালায় জমা পড়েছে সমান সংখ্যক ৬ পয়েন্ট। পয়েন্টের মতো গোলও সমান দুই দলের। প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে ১৮ বার করে।

তাই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আগামি বছর থাইল্যান্ডে অনুষ্ঠেয় মূল পর্বে খেলতে হলেও দুই দলকেই এখন গোল ব্যবধানে এগিয়ে যেতে হবে। আর নিজেদের মধ্যে লড়াইয়ে পেতে হবে জয়। নিজেদের মধ্যে লড়াইয়ের আগে বাংলাদেশ ও ভিয়েতনামের কিশোরীদের এখন লড়াই করতে হচ্ছে গ্রুপের অপর প্রতিযোগিদের বিরুদ্ধে। আগামীকাল লাল-সবুজ জার্সীধারীদের প্রতিপক্ষ সংযুক্ত আরব-আমিরাত।

অন্যদিকে, ভিয়েতনাম লড়াবে লেবাননের বিপক্ষে। বাংলাদেশের সুবিধে হচ্ছে বিকেল সাড়ে তিনটায় আরব-আমিরাতের মুখোমুখি হওয়ার আগে ভিয়েতনাম-লেবানন ম্যাচটির ফলাফল জেনে মাঠে নামতে পারবে। কারণ, ওই ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১১টায়।

ভিয়েতনাম যদি লেবাননের বিরুদ্ধে ৫-০ গোলের জয় পায়, বাংলাদেশের লক্ষ্য থাকবে ৬-০ কিংবা এরচেয়েও বড় ব্যবধানে আরব-আমিরাতকে হারানো। আর যদি ভিয়েতনাম হেরে যায় লেবাননের কাছে, তাহলে তো কোন কথাই নেই। তাই সকালের ম্যাচটি দেখেই কৌশল নির্ধারণ করতে চাইছেন স্বাগতিক কোচ গোলাম রব্বানী ছোটন।

তিনি বলেন, ‘সকালে ভিয়েতনাম ও লেবাননের মধ্যকার লড়াইটি দেখে অনেক কিছু সিদ্ধান্ত নেয়া যাবে। তবে আমরা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে চাই এবং বড় ব্যবধানে জয় চাই। অন্য ম্যাচের ফলাফলের দিকে আমরা তাকিয়ে থাকতে চাই না। সেটা অতীতেও করিনি। তবে এবার যেহেতু কিছু হিসেব সামনে এসেছে তাই সকালের ম্যাচের দিকে আমার দৃষ্টি থাকবে।’

অতিতেও বেশ কয়েকবার এই দলটিকে হারিয়েছে ছোটনের শিষ্যরা। ব্যবধানও ছিল বেশ বড়। অতিতের জয়গুলোই কাল প্রেরণা যোগাবে বাংলাদেশী কিশোরীদের।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!