• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আমীর খসরুর বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা


আদালত প্রতিবেদক আগস্ট ৪, ২০১৮, ১১:১৫ পিএম
আমীর খসরুর বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালী থানায় ৫৭ ধারায় মামলা দায়ের হয়েছে। 

শনিবার (৪ আগস্ট) রাতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে অন্তর্ঘাত ও ষড়যন্ত্রের চেষ্টার অভিযোগ তথ্য প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারা ও বিশেষ ক্ষমতা আইনের ১৫/৩ ধারায় মামলা করা হয়। মামলা নম্বর ১৯।

কোতেয়োলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপি নেতা আমীর খসরুর বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

মামলার বাদী জাকারিয়া দস্তগীর বলেন, ‘আমির খসরুর কথার জেরেই ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা হয়েছে। এর প্রেক্ষিতে আমি মামলা দায়ের করেছি।’

প্রসঙ্গত, আন্দোলনের সপ্তম দিনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। অডিও ক্লিপে শোনা যায়, কুমিল্লায় অবস্থানরত নওমী নামে এক কর্মীর সঙ্গে কথা বলছেন বিএনপির এই নীতিনির্ধারক। তিনি ওই কর্মীকে বলছেন ঢাকায় এসে লোকজন নিয়ে নেমে পড়তে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!