• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আমেরিকার শর্ত মেনে যুদ্ধবিমান কিনবে না পাকিস্তান


আন্তর্জাতিক ডেস্ক মে ৮, ২০১৬, ০৬:৫৭ পিএম
আমেরিকার শর্ত মেনে যুদ্ধবিমান কিনবে না পাকিস্তান

আমেরিকার শর্ত মেনে এফ-১৬ যুদ্ধবিমান কিনতে অস্বীকার করেছে পাকিস্তান। দেশটি বলেছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য এফ-১৬ যুদ্ধবিমানের প্রয়োজন রয়েছে কিন্তু মার্কিন শর্ত মেনে তা কেনা হবে না। পাক পররাষ্ট্র সচিব এজাজ চৌধুরী এ কথা জানিয়েছেন।

রাজধানী ইসলামাবাদে সাংবাদিক, বুদ্ধিজীবী এবং কর্পোরেট নেতাদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে এসব কথা বলেন তিনি। এজাজ চৌধুরী বলেন, পাকিস্তানের কাছে এফ-১৬ বিমান বিক্রির জন্য আমেরিকা কোনো শর্তারোপ করতে পারে না। পাকিস্তান এ বিমান কেবলমাত্র সন্ত্রাসবাদ-বিরোধী অভিযানেই ব্যবহার করার পরিকল্পনা করেছে বলেও নিশ্চিত করেন তিনি।

এফ-১৬ বিমান বিক্রির বিষয়ে প্রচলিত ভর্তুকি দিতে মার্কিন কংগ্রেসকে রাজি করানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে বলেও জানান পাক পররাষ্ট্র সচিব।
সম্প্রতি মার্কিন কংগ্রেস বলেছে, আটটি এফ-১৬ জঙ্গিবিমান কিনতে হলে পাকিস্তানকে পুরো অর্থ দিতে হবে। কিন্তু আগে চুক্তির শর্ত অনুযায়ী, পাকিস্তানের দেয়ার কথা ছিল ২৭ কোটি ডলার; বাকি অর্থ বিদেশি সামরিক অর্থায়ন তহবিল থেকে দেবে আমেরিকা। কিন্তু কংগ্রেসের চাপের মুখে ওবামা প্রশাসন সে শর্ত থেকে এখন সরে আসছে।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!