• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আম্পায়ারকে গালি, সাব্বিরকে দেড় লাখ টাকা জরিমানা


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ৬, ২০১৭, ০৪:৫৭ পিএম
আম্পায়ারকে গালি, সাব্বিরকে দেড় লাখ টাকা জরিমানা

ফাইল ফটো

ঢাকা: নতুন দায়িত্ব নিয়ে সিলেট সিক্সার্সকে দুর্দান্ত জয় এনে দিচ্ছেন নাসির হোসেন। তবে এর মধ্যে তাঁকে ভর্ৎসনাও শুনতে হয়েছে। বিপিএলের উদ্বোধনী ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস করতে ৬ মিনিট দেরি করে এসেছিলেন নাসির। বিসিবির তরফ থেকে তাঁকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়।

তবে সিলেটের আইকন সাব্বির রহমানকে সতর্ক নয়, তাঁকে জরিমানা করা হয়েছে।

রোববার (৫ নভেম্বর) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ শেষে প্রতিপক্ষ খেলোয়াড় ও আম্পায়ারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় সাব্বির গালি দিয়ে বসেন আম্পায়ার মাহফুজুর রহমানকে।

একটি সূত্র জানিয়েছে, আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় তিনি আম্পায়ারকে গালি দিয়েছেন। আচরণবিধি ভাঙার দায়ে সাব্বিরের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। অঙ্কে হিসাব করলে যেটি দাঁড়ায় দেড় লাখ টাকা।

সাব্বিরকে শুধু জরিমানাই গুনতে হয়নি, তাঁর নামের পাশে তিনটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে। আর এক পয়েন্ট যোগ হলেই তিনি এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন। গত বিপিএলেও ‘গুরুত্বর’ শৃঙ্খলাভঙ্গের কারণে সাব্বিরকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম

Wordbridge School
Link copied!