• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আম্পায়ারের সঙ্গে বচসায় জড়িয়ে জরিমানা কোহলির


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১৬, ২০১৮, ০৪:৪৪ পিএম
আম্পায়ারের সঙ্গে বচসায় জড়িয়ে জরিমানা কোহলির

ঢাকা: আম্পায়ারের সঙ্গে দুর্ব্যবহার করে জরিমানার মুখে পড়তে হলো ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনটি কোহলির জন্য দারুণভাবেই শুরু হয়েছিল। আর সে দিনই তাকে ফিল্ড আম্পায়ারের সঙ্গে বচসায় জড়িয়ে জরিমানার মুখে পড়তে হলো।

ভিজে আউট ফিল্ড বলের ওপর প্রভাব ফেলছিল। যেটা নিয়ে কোহলি তাঁর বক্তব্য আম্পায়ার মাইকেল গফকে জানিয়েছিলেন। কিন্তু আম্পায়ার তা মেনে নেননি। উত্তেজক বাক্য বিনিময় হয় দু’জনের মধ্যে। যেটা ক্রিকেটের নিয়মের বিরুদ্ধ কাজ।

আইসিসি জানিয়েছে, কোহলি আইসিসির আইনের লেভেল এক ভঙ্গ করায় তাঁর ভাগ্যে একটি ডিমেরিট পয়েন্ট জুটেছে। যে কারণে তাঁর ম্যাচ ফি’র ২৫ শতাংশ কেটে নেওয়া হচ্ছে। আইসিসির ধারা ২.১.১ অনুযায়ীই এই শাস্তি পাচ্ছেন কোহলি।

ঘটনাটি ছিল সোমবারের। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের ২৫তম ওভারের খেলা চলছিল। সেই সময় কোহলি আউট ফিল্ড নিয়ে টানা অভিযোগ জানাচ্ছিলেন আম্পায়ারের কাছে। তার আগেই বৃষ্টির জন্য বেশ কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। কিন্তু আম্পায়ার শোনেননি তাঁর কথা। তার পরই রেগে মাটিতে বল ছুড়ে ফেলেন তিনি। আইসিসির ম্যাচ রেফারি ক্রিস ব্রডের কাছে নিজের ভুল স্বীকার করে নিয়েছেন কোহলি। এ কারণে আলাদা করে কোনও শুনানির প্রয়োজন হয়নি।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!