• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আর অফিসে যাবেন না ফুয়াদ


নিজস্ব প্রতিবেদক জুলাই ৪, ২০১৮, ০১:৩১ পিএম
আর অফিসে যাবেন না ফুয়াদ

ঢাকা: রাজধানী বিমানবন্দর এলাকায় বাসের ধাক্কায় মোহাম্মদ নাজমুল হাসান ফুয়াদ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলটির চালক আহত হয়েছেন।

বুধবার (৪ জুলাই) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফুয়াদ তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ সেবা খাতের কোম্পানি এডিএন টেলিকমের রেভিনিউ অ্যাসুরেন্স বিভাগের সিনিয়র অফিসার ছিলেন।

অন্যদিকে, আহত ব্যক্তিটির নাম মিরাজুল ইসলাম। তিনি একটি রাইড শেয়ারিং কোম্পানিতে কাজ করেন।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. শরিফ হোসেন জানান, বিমানবন্দর গোল চক্কর থেকে ২০০ গজ দক্ষিণে সকাল ৯টার দিকে বিআরটিসির একটি দোতলা বাস মোটরসাইকেলের পেছন থেকে ধাক্কা দিলে আরোহীরা ছিটকে পড়ে যায়। এসময় ওিই বাসের একটি চাকা নাজমুলের মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় মোটরসাইকেল চালক মিরাজুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতাল পাঠানো হয়েছে। পুলিশ বিআরটিসির বাস ও চালক আজিজুল হক সোহাগকে গ্রেপ্তার করেছে।

এডিএন টেলিকমের তথ্য কেন্দ্রের কর্মকর্তা সাদিয়া জানান, সকালে ফুয়াদ দক্ষিণ খানের বাসা থেকে একটি রাইড শেয়ারিং কোম্পানির মোটরসাইকেলে মহাখালীতে অফিসে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন। ফুয়াদ গত বছরের শেষ দিকে বিয়ে করেছিলেন বলেও জানান তিনি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!