• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আর বাড়ি ফিরবেন না আলমগীর


নিজস্ব প্রতিবেদক মার্চ ১১, ২০১৮, ০৯:৪৩ এএম
আর বাড়ি ফিরবেন না আলমগীর

ঢাকা: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত ও এক ব্যক্তি আহত হয়েছেন। তাদের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রাখা হয়েছে। 

রোববার (১১ মার্চ) সকালে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ধানমন্ডি এলাকার আলমগীর হোসের (৪০) ও কদমতলীর নুরুল ইসলাম (৬০)।

আলমগীরের চাচাতো ভাই আল আমিন জানান, শনিবার রাত একটার দিকে ধানমন্ডি সায়েন্সল্যাবরেটরি এলাকার আড়ংয়ের পাশে রিকশাকে ধাক্কা দেয় একটি প্রাইভেটকার। এতে রিকশাআরোহী নিচে পড়ে যায়। এসময় প্রাইভেটকারটি যাওয়ার সময় নিচে পড়ে যাওয়া ব্যক্তিকে চাপা দেয়। 

গুরুতর আহত অবস্থায় রিকশাচালকসহ আহত যাত্রী আলমগীরকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন এবং আহত রিকশাচালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, রাস্তায় থাকা লোকজন চালকসহ প্রাইভেটকারটি আটক করে। এরপর কারসহ চালককে ধানমন্ডি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 

নিহত আলমগীরের গ্রামের বাড়ি ঝালকাটির নলছিটির কাটাখালি গ্রামে। তিনি মৃত কাদের হাওলাদারের ছেলে। ঢাকার জিগাতলার ট্যানারিমোড়ে থাকতেন আলমগীর। ঝালকাঠির বাড়ি থেকে আসার পর জিগাতলার বাড়িতে যাওয়ার পথেই দুর্ঘটনার শিকার হন তিনি।  

পৃথক ঘটনায় নিহত হন নুরুল ইসলাম হাওলাদার। শনিবার রাতে দয়াগঞ্জ চৌরাস্তা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন তিনি। সেসময় বাসের ধাক্কায় গুরুতর আহত হন নুরুল ইসলাম। তাৎক্ষণিকভাবে গেণ্ডারিয়া থানার এসআই রুহুল আমীন হাওলাদার তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নুরুল পটুয়াখালীর ধুমকির হাতেম হাওলাদারের ছেলে। কদমতলীর ধনিয়া বাজার এলাকায় ভাড়া থাকতেন তিনি। 

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!