• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আর মাত্র একটি উইকেট পেলেই মোস্তাফিজের...


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২৪, ২০১৮, ০৮:৪২ পিএম
আর মাত্র একটি উইকেট পেলেই মোস্তাফিজের...

ফাইল ছবি

ঢাকা: ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্রুত ৫০ উইকেট শিকারের রেকর্ড গড়তে আর মাত্র ‘১’ উইকেট প্রয়োজন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে ১টি উইকেট লাভ করলেই দেশের হয়ে দ্রুত ৫০ উইকেট শিকারের মালিক হবেন ফিজ।

ওয়ানডেতে আর মাত্র ১টি উইকেট শিকারে বাংলাদেশের মধ্যে দ্রুত ৫০ উইকেট শিকারের মালিক হলেও, বিশ্বের মধ্যে সপ্তম বোলার হবেন মোস্তাফিজুর। তবে যৌথভাবে চতুর্থ স্থানে থাকবেন তিনি। চতুর্থ স্থানে অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন ও নিউজিল্যান্ডের ম্যাট হেনরি রয়েছেন।

মাত্র ১৯ ম্যাচে ৫০ উইকেট শিকার করে এই তালিকায় সবার উপরে রয়েছেন শ্রীলঙ্কার অজন্থা মেন্ডিস। দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছেন ভারতের অজিত আগারকার ও নিউজিল্যান্ডের মিচেল ম্যাকক্লেনাঘান। ২৩ ম্যাচে ওয়ানডেতে দ্রুত ৫০ উইকেট শিকার করেন তারা।

দ্বিতীয় স্থানের মত তৃতীয় স্থানেও যৌথভাবে রয়েছেন অস্ট্রেলিয়ার ডেনিস লিলি ও পাকিস্তানের হাসান আলী। ২৪ ম্যাচে উইকেটের হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লিলি ও হাসান।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!