• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আরব আমিরাতে বিজয় দিবস ও সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপন


বশিরুজ্জামান, দুবাই থেকে ডিসেম্বর ১৭, ২০১৬, ০১:৩৫ পিএম
আরব আমিরাতে বিজয় দিবস ও সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপন

সংযুক্ত আরব আমিরাতে যথাযোগ্য মর্যাদায় দুবাই বাংলাদেশ কনস্যুলেট অফিসে বাংলাদেশের ৪৫তম বিজয় দিবস পালন করা হয়েছে। সেই সঙ্গে বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপন করা হয়েছে। 

১৬ই ডিসেম্বর শুক্রবার সকাল নয়টায় প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত মোহাম্মদ এমরান এবং দুবাই বাংলাদেশ কনস্যুলেটে কনসাল জেনারেল এস. বদিরুজ্জামান। পরে দূতাবাসে আগত প্রবাসী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতে একে একে পুষ্পমাল্য অর্পণ করেন। 

দিবসটিকে কেন্দ্র করে বিকেল ৪টার দিকে শুরু হয় জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান। আমিরাতের বাঁধন টিয়েটারের শিল্পী ও বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় কন্ঠশিল্পী ফকির শাহাবুদ্দীনসহ নামিদামি কন্ঠশিল্পীদের মন মাতানো লাইভ কনসার্ট, দেশাত্ববোধক গান ও মনোজ্ঞ নৃত্য পরিবেশন করা হয়।

এ সময় আমিরাতে অবস্থানরত টিম বাংলাদেশ, প্রবাসী সাংবাদিক, কনস্যুলেটের কর্মকর্তারা, দুবাই, শাহরজা, আজমান, আল আইন, আবুধাবী, ফুজিরাহ, রাস আল-খাইমাহ ও উম্মুল খাইমা থেকে আসা আমিরাতে বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিসহ বিভিন্ন সংগঠেনর নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!