• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আরব আমিরাতে ‘মিনি আইপিএল’


ক্রীড়া ডেস্ক জুন ২৯, ২০১৭, ০৭:৫২ পিএম
আরব আমিরাতে ‘মিনি আইপিএল’

ঢাকা: ভারত ছাপিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয়তা পৌঁছে গেছে গোটা ক্রিকেট দুনিয়ায়। এই টুর্নামেন্টে খেলার জন্য উন্মুখ হয়ে থাকে ক্রিকেটাররা। এসব মাথায় রেখে এবার সংযুক্ত আরব আমিরাতে 'মিনি আইপিএল' করার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআিই)।

আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা বলেন,‘ বিদেশের মাটিতে মিনি আইপিএল আয়োজন করার কথা ভাবা হচ্ছে। বিগত সময়ে আমরা বিদেশের মাটিতেই চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির আয়োজন করেছি, সেই স্লট তো এখন ফাঁকাই আছে। ওই শূণ্য স্থানেই মিনি আইপিএল করার কথা ভাবছি আমরা।’ দুবাইকে ভেন্যু করার প্রসঙ্গে  শুক্লা বলছেন,‘আয়োজকদের জন্য সব চেয়ে পছন্দের গন্তব্যই হল দুবাই"।

উল্লেখ্য, ২০১৪ সালে ভারতে লোকসভা নির্বাচনের আরব আমিরাতে আইপিএল হয়েছিল। আগামী দশ বছরের পরিকল্পনা নিয়ে বলতে গিয়ে শুক্লা বলেন,‘ আগামী দশ বছর আমাদের কাছে সব চেয়ে আকর্ষক হতে চলেছে। আমরা ইতিমধ্যেই রেভেনিউ শেয়ারিং মডেলে বদল আনার কথা ভেবেছি। ব্রডকাস্টারদের জন্য আলাদা টেন্ডারও হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আগামী জুলাই মাসেই সেই টেন্ডার ডাকার কথা ভাবছে বোর্ড।’

এখানেই শেষ নয়, আইপিএলের পরবর্তী পরিকল্পনা নিয়ে বলতে গিয়ে আইপিএল চেয়ারম্যান বলেন, ‘এখনও পর্যন্ত আমরা ৮টি দল নিয়েই আইপিএল আয়োজন করেছি, এরপর যদি দশ দল নিয়ে আইপিএল হয় তাহলে অন্তত ৮৪টি ম্যাচ আমরা খেলাবই।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!