• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আরেকবার পাকিস্তানে খেলতে চান সাকিব


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২৭, ২০১৭, ০৫:২০ পিএম
আরেকবার পাকিস্তানে খেলতে চান সাকিব

ঢাকা: ২০০৯ সালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে যাওয়ার সময় শ্রীলঙ্কান ক্রিকেট দল বহনকারী বাসে সন্ত্রাসী হামলা হয়। এরপর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ। যার কারনে আর্থিক ক্ষতির সাথে ধীরে ধীরে ভেঙ্গে যাচ্ছে দেশটির ক্রিকেট কাঠামোও। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ থেকে বঞ্চিত দেশটির ক্রিকেট ভক্তরা। আর সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্ব ক্রিকেট। তবে ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজনের মাধ্যমে ঘরের মাঠে ক্রিকেট ফিরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এসবের মধ্যেই পাকিস্তানের মাটিতে খেলার আগ্রহ প্রকাশ করলেন বিশ্ব সেরা বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। পাকিস্তানি পত্রিকা এক্সপ্রেস ট্রিবিউনকে এ আগ্রহের কথা জানান তিনি।

পেশোয়ার জালমি দলের হয়ে পিএসএল খেলা সাকিব জানান, ‘আমি সবশেষ ২০০৮ সালে পাকিস্তানের মাটিতে খেলেছি। এটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা ছিল। ওদের মাঠ, দর্শক, পরিবেশ, ভক্ত আর আবহাওয়া সবকিছুই দারুণ। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমি সত্যিই পাকিস্তানের মাটিতে খেলতে যেতে চাই।’

সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসর। কিন্তু ছুটির দিনগুলো ছাড়া স্টেডিয়ামের গ্যারালী অনেকটাই ফাঁকা পড়ে থাকে। যদিও টুর্নামেন্টের ফাইনালটি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে পিসিবি। তবে নিরাপত্তা শঙ্কা থাকায় বিদেশি তারকা ক্রিকেটাররা লাহোরে ফাইনালে অংশ নিতে চাচ্ছে না। অবশ্য বাংলাদেশের তিন তারকা সাকিব, তামিম ও মাহমুদুল্লার সেই সুযোগ নাই। জাতীয় দলের সঙ্গে ইতিমধ্যে শ্রীলঙ্কার উদ্দেশে রওয়ানা হয়েছেন তারা।

এ প্রসঙ্গে সাকিবের ভাষ্য, টুর্নামেন্টটা আয়োজন করতে হবে পাকিস্তানে, ‘পিএসএল যদি আরব আমিরাতে না হয়ে পাকিস্তানে হতো, তাহলে আরও বেশি উত্তেজনা থাকত, আবেগ থাকত। পাকিস্তান খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু আশা করি আস্তে আস্তে সব ভালো হয়ে যাবে। আন্তর্জাতিক ক্রিকেটও ফিরে আসবে সেখানে।’

পিএসএলের চলতি আসর নিয়ে সাকিব বলেন, ‘পিএসএল পাকিস্তান ক্রিকেটের বড় সাফল্যের একটি। পিএসএলের মত টুর্নামেন্ট আয়োজনের জন্য পিসিবির প্রশংসা করতেই হয়। বিশ্বের অন্যান্য টি-টুয়েন্টি লিগের চেয়ে খুব পিছিয়ে নেই পিএসএল। এমন আসর বিভিন্ন দেশের ক্রিকেটার চেনা জানার সুযোগ করে দেয়।’

পাকিস্তানের প্রতি একটু দুর্বলতা সাকিব আল হাসানের। আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে নিজের প্রথম সেঞ্চুরি তো পেয়েছিলেন পাকিস্তানের মাটিতেই। মুলতানে ১০৮ রানের দুর্দান্ত সেই ইনিংসের আগের ওয়ানডেতে লাহোরেও করেছিলেন ৭৫ রান। কিন্তু সেই সুখস্মৃতিটা আর লম্বা হয়নি। ২০০৮ সালের পর পাকিস্তান সফরেই তো আর যাওয়া হয়নি বাংলাদেশের। আর তাই আরেকবার পাকিস্তানে খেলতে চান বিশ্বখ্যাত এই অলরাউন্ডার।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!