• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আরো দুই রাজনৈতিক ছবিতে চুক্তিবদ্ধ শাকিব


বিনোদন প্রতিবেদক জুলাই ২, ২০১৭, ০৫:১৪ পিএম
আরো দুই রাজনৈতিক ছবিতে চুক্তিবদ্ধ শাকিব

ঢাকা: গেল প্রায় এক যুগ ধরে বাংলা চলচ্চিত্রকে একাই বয়ে নিয়ে যাচ্ছিলেন দেশের সুপারস্টার অভিনেতা শাকিব খান। অথচ সিনেমা পলিটিক্সের শিকার হয়ে বর্তমানে এই বাংলা চলচ্চিত্রেই নিষিদ্ধ তিনি। যৌথ প্রযোজনার ছবিতে একের পর এক অভিনয় করায় তার উপর এমন নিষিদ্ধের খড়গ। তবে বাংলা চলচ্চিত্রে নিষিদ্ধ হলেও সম্প্রতি দুই ছবিতে চুক্তিবদ্ধ হলেন তিনি। আর ছবি দুটোর গল্প পুরোপুরি রাজনৈতিক!

ঈদে বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোট তিনটি সিনেমা। এরমধ্যে শাকিব খানেরই দুটি ছবি। হল রিপোর্ট অনুযায়ি শাকিব অভিনীত ছবি দুটি দেখতেই হলগুলোতে দর্শকের উপচে পড়া ভিড়। এমনকি ছবি দুটো দেখতে টিকেট না পেয়ে সিনেমা হল ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে। যৌথ প্রযোজনার ছবি 'নবাব' যেমন মানুষের আগ্রহের যেমন কেন্দ্রবিন্দু, তেমনি এবারের একমাত্র দেশীয় ছবি 'রাজনীতি'ও তার ব্যতিক্রম নয়। বুলবুল বিশ্বাস পরিচালিত 'রাজনীতি' ছবিটির গল্প একেবারে মৌলিক। দেশীয় রাজনীতির আদলে নির্মিত। ছবিতে নেতা হিসেবেই দেখা যায় শাকিবকে। হয়তো তা থেকেই অনুপ্রানিত হয়ে শাকিবকে নিয়ে আরো দুটি রাজনৈতিক ছবি নির্মাণের ঘোষণা দিলেন নির্মাতা উত্তম আকাশ।

শাকিব খানকে নিয়ে এর আগেও কাজ করেছেন উত্তম আকাশ। 'রাজা ৪২০' নামের ওই ছবিটি কলকাতার সিনেমাতেও প্রদর্শীত হয়েছে। তবে ছবিটি ঢাকা-কলকাতা কোথাও ব্যবসা করতে পারেনি। তারপরও শাকিব নিয়ে ফের বাজি ধরতে চলেছেন উত্তম আকাশ। ছবি দুটির নামও ঠিক করে ফেলেছেন। একটি ছবির নাম 'কেউ কথা রাখেনি', এবং অন্য ছবির নাম 'আমি নেতা হবো'! দুটো ছবির নামেই পাওয়া যায় রাজনৈতিক আভাস।

তবে ছবি দুটোতে শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন, সেটা এখনো নিশ্চিত করেননি নির্মাতা। তবে ছবিতে একেবারে নতুন নায়িকাদেরই দেখা যাবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। এরমধ্যে 'আমি নেতা হবো'তে শাকিবের বিপরীতে শোনা যাচ্ছে মিষ্টি জান্নাতের নাম। ছবিতে থাকবে আরো এক নায়িকা। তবে কে থাকছে, সেটা জানানো হবে শিগগির। আর ছবিগুলোর শ্যুটিং কবে থেকে, সে বিষয়েও পরিস্কার কিছু জানাননি নির্মাতা!

সোনালীনিউজ/ঢাকা/এমটিএল

Wordbridge School
Link copied!