• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আর্জেন্টিনার ইতিহাসের প্রথম সোনা জুডোতে


ক্রীড়া ডেস্ক আগস্ট ৭, ২০১৬, ০৭:৩৬ পিএম
আর্জেন্টিনার ইতিহাসের প্রথম সোনা জুডোতে

আর্জেন্টিনার ইতিহাসে অলিম্পিক জুডো থেকে প্রথম সোনার পদক জিতেছেন পাওলা পারেতো। রিও অলিম্পিকে এই ক্রীড়া থেকে ডোপিং কেলেংকারিতে বিধ্বস্ত রাশিয়াকে প্রথম সোনা এনে দিয়েছেন বেসলান মুদ্রানোভ।

মেয়েদের ৪৮ কেজি ওজনশ্রেণির ফাইনালে দক্ষিণ কোরিয়ার বোকিয়ং জিয়ংকে হারান পারেতো। ২০১৫ সালে আস্তানার বিশ্বচ্যাম্পিয়নশিপেও এ ইভেন্টে সেরা হয়েছিলেন আর্জেন্টিনার ৩০ বছর বয়সী এই জুডোকা।

ডোপ কেলেংকারির কারণে নিষেধাজ্ঞায় রাশিয়ার অনেক অ্যাথলেট রিও অলিম্পিকে আসতে পারেনি। কাটছাটের পর অংশ নেওয়া ২৭১ জন অ্যাথলেটদের মধ্যে মুদ্রানোভ পুরুষ ৬০ কেজি ওজনশ্রেণিতে সেরা হয়ে দেশকে প্রথম সোনা এনে দিলেন।

 মুদ্রানোভের কাছে হেরে বিশ্বচ্যাম্পিয়ন কাজাখস্তানের ইয়েলদোস সেমেতোভ পেয়েছেন এই ইভেন্টের রুপা।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!