• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘আল-আমিনের সুযোগ ফুরিয়ে যায়নি’


ক্রীড়া প্রতিবেদক  সেপ্টেম্বর ২৫, ২০১৬, ১০:১৮ এএম
‘আল-আমিনের সুযোগ ফুরিয়ে যায়নি’

‘দলে সবসময় একরকম করলে চলে না। আমরা দলে বৈচিত্র্য আনতে চেয়েছি। অধিনায়ককে ভিন্ন একটা দল উপহার দিতে চেয়েছি। সেই লক্ষ্যেই আল-আমিনকে বাদ দেয়া হয়েছে। তাছাড়া ওর (আল-আমিন) চেয়ে শফিউলে এগিয়ে।’

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে শনিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ দলের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। তবে ভবিষ্যতে আল-আমিনকে নিয়ে আশাবাদী টাইগার গুরু। ‘আল আমিনের সুযোগ শেষ হয়ে যায়নি। ওর অনেক সম্ভাবনা রয়েছে। পারফরম্যান্স ভাল করলে ভবিষ্যতে অবশ্যই বিবেচনা করা হবে। তখন হয়তো ওর জায়গায় অন্য কাউকে বাদ দিতে হবে।’

আগামীকাল রবিবার প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। একই ভেন্যুতে আগামী ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর অনুষ্ঠিত হবে শেষ দুটি ম্যাচ। সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির। দুপুর আড়াইটা থেকে ম্যাচ শুরু হবে।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!