• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আল-আরাফাহ ব্যাংকের শীর্ষ নির্বাহীদের কর্মশালা


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৯, ২০১৭, ০৬:১৮ পিএম
আল-আরাফাহ ব্যাংকের শীর্ষ নির্বাহীদের কর্মশালা

ঢাকা: শীর্ষ নির্বাহীদের নিয়ে মানিলন্ডারিং(অর্থপাচার) ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক এক কর্মশালার আয়োজন করেছে বেসরকারি খাতের আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিমিটেড। আল-আরাফাহ্ টাওয়ারের সভাকক্ষে এ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মহাব্যবস্থাপক ও অপারেশনাল হেড এবিএম জহুরুল হুদা।

১৮ নভেম্বর কর্মশালটি অনুষ্ঠিত হয়েছে বলে ব্যাংকের পক্ষ থেকে ১৯ নভেম্বর(রোববার) জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর শীর্ষ নির্বাহীদের নিয়ে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক এক্সিকিউটিভ ডেভেলপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য দেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জুবায়ের ওয়াফা। বিশেষজ্ঞ হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. শওকাতুল আলম, যুগ্ম-পরিচালক একেএম নুরুন্নবী ও মো. খায়রুল এনাম।

ব্যাংকের ৪০ জন উর্ধ্বতন কর্মকর্তা এতে অংশগ্রহণ করেন।

সোনালীনিউজ/তালেব

Wordbridge School
Link copied!