• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আল-আরাফাহ্ ও আমরা পেমেন্ট সিস্টেমের সঙ্গে চুক্তি


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৬, ২০১৭, ০৬:৪৪ পিএম
আল-আরাফাহ্ ও আমরা পেমেন্ট সিস্টেমের সঙ্গে চুক্তি

ঢাকা: গ্রাহকসেবার মান বৃদ্ধি করতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড চুক্তি করেছে প্রযুক্তি সেবা দাতা প্রতিষ্ঠান ‘আমরা পেমেন্ট সিস্টেমস লিমিটেড’ এর সঙ্গে। ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু ও আমরা টেকনোলজিস এর চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ এর উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

বুধবার(১৬ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অুনষ্ঠিত হয় বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) মো. হাবিবুর রহমান ও আমরা টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফারহাদ আহমেদ চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আব্দুল মালেক মোল্লা।

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মো. ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মাসুদুল বারী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুর রহীম দুয়ারী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ এবং আমরা টেকনোলজিস এর পক্ষে চিফ অপারেটিং অফিসার শারফুল আলম, জেনারেল ম্যানেজার মশিউর রহমান, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ আবেদ সাদুল্লাহ্, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সৌগত কর্মকার, সিনিয়র ম্যানেজার আখতার জহির শামীমসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ চুক্তির ফলে ব্যাংকটির গ্রাহকরা ‘ডিজিটাল ওয়ালেট’ সেবার মাধ্যমে ক্যাশ-ইন, ক্যাশ-আউট, মোবাইল এয়ারটাইম টপআপ, ইউটিলিটি বিল পেমেন্ট, মার্চেন্ট পেমেন্ট, ইনসুরেন্স প্রিমিয়াম পেমেন্ট, মোবাইল ওয়ালেটে টাকা প্রেরণ, ব্যাংক একাউন্ট উইথড্রয়াল ইত্যাদি সেবা নিতে পারবেন।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!