• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আল-জাজিরার স্পট ফিক্সিংয়ের সন্দেহে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২২, ২০১৮, ০২:২২ পিএম
আল-জাজিরার স্পট ফিক্সিংয়ের সন্দেহে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ

ঢাকা: কয়েক মাস আগে ক্রিকেটে স্পট ফিক্সিংয়ের অভিযোগ তুলেছিল কাতারভিত্তিক চ্যানেল আল-জাজিরা। গোপন ক্যামেরার মাধ্যমে অভিযান চালিয়ে আল-জাজিরার প্রতিবেদকরাই তুলে এনেছিলেন স্পট ফিক্সিংয়ের নানা অভিযোগ। রোববার তারা নতুন করে আরও কয়েকটি অভিযোগ তুলেছে।

২০১১ থেকে ২০১২ সালের মধ্যে ফিক্সিং হয়েছে এমন ১৫টি ম্যাচের কথা ফাঁস করেছে আল-জাজিরা। এর মধ্যে রয়েছে ২০১১ বিশ্বকাপে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচও। সেই ম্যাচটি বাংলাদেশ জিতেছিল শেষের নাটকীয়তা। অসাধারণ ব্যাট করেছিলেন মাহমুদউল্লাহ ও পেসার শফিউল ইসলাম।

আল-জাজিরা দাবি করেছে ম্যাচ-ফিক্সিং কাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন  এমন ব্যক্তিদের সঙ্গে কথা বলেই ১৫টি ম্যাচের তালিকা করা হয়েছে। প্রায় ১৩টি ম্যাচেই হয় ইংল্যান্ডের নয়তো অস্ট্রেলিয়ার। তালিকার ৫টি ম্যাচ ২০১১ ওয়ানডে বিশ্বকাপের, ৩টি ম্যাচ ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের।

আল-জাজিরার সন্দেহের তালিকায় থাকা ১৫ ম্যাচ:
১. অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, ওয়ানডে ২১ জানুয়ারি ২০১১
২.অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে, ওয়ানডে (বিশ্বকাপ) ২১ ফেব্রুয়ারি, ২০১১
৩. ইংল্যান্ড-নেদারল্যান্ডস, ওয়ানডে (বিশ্বকাপ) ২২ ফেব্রুয়ারি ২০১০
৪. অস্ট্রেলিয়া-কেনিয়া, ওয়ানডে (বিশ্বকাপ), ১৩ মার্চ ২০১১
৫.ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ওয়ানডে (বিশ্বকাপ), ৬ মার্চ, ২০১১
৬.ইংল্যান্ড-বাংলাদেশ, ওয়ানডে (বিশ্বকাপ), ১১ মার্চ ২০১১
৭.ইংল্যান্ড-ভারত, টেস্ট, ২১-২৫ জুলাই ২০১১
৮.অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা, টেস্ট ৯-১১ নভেম্বর ২০১১
৯.অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, টেস্ট, ৯-১২ ডিসেম্বর ২০১১
১০. ইংল্যান্ড-পাকিস্তান, টেস্ট, ১৭-১৯ জানুয়ারি ২০১২
১১. ইংল্যান্ড-পাকিস্তান, টেস্ট, ২৫-২৮ জানুয়ারি ২০১২
১২.ইংল্যান্ড-পাকিস্তান, টেস্ট, ৩-৬ ফেব্রুয়ারি ২০১২
১৩. শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ১৮ সেপ্টেম্বর ২০১২
১৪. ইংল্যান্ড-আফগানিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২১ সেপ্টেম্বর ২০১২
১৫. দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান, টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২৮ সেপ্টেম্বর ২০১২


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!