• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
বিজয় দিবস টেনিস

আলমগীর ও আফরানা চ্যাম্পিয়ন


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৯, ২০১৭, ০৭:২৯ পিএম
আলমগীর ও আফরানা চ্যাম্পিয়ন

ঢাকা: বাংলাদেশ টেনিস ফেডারেশন আয়োজিত ‘এআইইউবি বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা’ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) পুরষ্কার বিতরনের মধ্যে দিয়ে শেষ হয়েছে। রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত পুরুষ এককের ফাইনালে মামুন বেপারীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন আলমগীর হোসেন। আর ঈশিতা আফরোজকে হারিয়ে মহিলা এককে চ্যাম্পিয়ন হয়েছেন আফরানা ইসলাম প্রিতি।

পুরুষ এককের ফাইনালে পাবনার স্যামসং এইচ চৌধুরী টেনিস ক্লাবের মামুন বেপারীকে ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন নরডিক ক্লাবের আলমগীর হোসেন। পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন হন ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের অমল রায় ও পাবনার স্যামসং এইচ চৌধুরী টেনিস ক্লাবের আনোয়ার হোসেন। সাতক্ষীরা টেনিস ক্লাবের শেখ হাসিবুল হক ও স্যামসং এইচ চৌধুরী টেনিস ক্লাবের আরেক খেলোয়াড় মামুন বেপারীর বিপক্ষে ওয়াকওভার পেয়ে চ্যাম্পিয়ন হন তারা।

মহিলা এককে চ্যাম্পিন হন বিকেএসপির আফরানা ইসলাম প্রিতি। তিনি বিকেএসপির আরেক খেলোয়াড় ঈশিতা আফরোজকে ৪-৬, ৭-৫, ৭-৫ সেটে পরাজিত করেন। মহিলা দ্বৈতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বিকেএসপির পপি আক্তার ও ঈশিতা আফরোজ। আফরানা ইসলাম (বিকেএসপি) ও জলি আক্তারকে (বিকেএসপি) ৬-৩, ৬-২ সেটে হারান তারা।

বালক এককে অ-১৬ বছর- এ চ্যাম্পিয়ন এলিট টেনিস একাডেমীর জুয়েল রানা। বিকেএসপির মো. ইশতিয়াককে ৬-২, ৬-৪ সেটে হারান তিনি। বালক একক অ-১৪ বছর -্এ চ্যাম্পিয়ন হন রাজশাহী জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের  মো. ইমন ইসলাম। এলিট টেনিস একাডেমীর মো: সোহেল হোসেনকে ৬-১, ৬-০ সেটে হারান তিনি। বালিকা একক অ-১৪ বছর-এ চ্যাম্পিয়ন হন বিকেএসপির জেরিন সুলতানা। জাতীয় টেনিস কমপ্লেক্সের  শ্রাবণী বিশ্বাস জুইকে ৬-১, ৬-১ সেটের পরাজিত করেন তিনি।

বালক একক অ-১২ বছর-এ চ্যাম্পিয়ন জাতীয় টেনিস কমপ্লেক্সের আলভি। একই প্রতিষ্ঠানের খন্দকার শায়ান শহিদ  ৬-০, ৬-০ সেটে হারায় সে। বালিকা একক অ-১২ বছর-এ  চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়ীয়া জেলা ক্রীড়া সংস্থার মাসফিয়া আফরিন। বিকেএসপির সাদিয়া আফরিনকে ৬-৩, ৬-১ সেটে হারায় সে।

বালক একক অ-১০ বছর-এ প্রথম স্থান পেয়েছে রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের আদনান। এলিট টেনিস একাডেমীর অমিত দ্বিতীয় এবং রিয়ান শেখ তৃতীয় হয়। বালিকা এককে অ-১০ বছর-এ প্রথম স্থান অধিকার করেছে রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের প্রত্যাশা দাস। জাতীয় টেনিস  কমপ্লেক্সের তুলতুল দ্বিতীয় এবং এলিট টেনিস একাডেমীর কনা তৃতীয় হয়।

বালক একক অ-৮ বছর-এ প্রথম স্থান পেয়েছে এলিট টেনিস একাডেমীর  সজিব মোল্লা। দ্বিতীয় হয়েছে সজিব হোসেন। রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের সিয়াম তৃতীয়। বালিকা একক অ-৮ বছর-এ প্রথম স্থান পেয়েছে  জাতীয় টেনিস কমপ্লেক্সের অশিতা নাওয়ার। অরিদ্রা শাহরিয়ার দ্বিতীয় এবং ইয়াশা সুলতানা তৃতীয় হয়েছে।

প্রতিযোগিতা শেষে বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার বিতরনী করেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের উপদেষ্টা মোহাম্মদ জমির। এ সময় বাংলাদেশ টেনিস ফেডারেশনের উপদেষ্টা আজমত মঈন, টুর্নামেন্ট কো-অর্ডিনেটর ও বিটিএফ এডভাইজার গোলাম মোরশেদ, সাধারণ সম্পাদক মীর খুরসিদ আনোয়ার, টুর্নামেন্ট ডিরেক্টর খালেদ সালাহউদ্দিনসহ এআইইউবি ও টেনিস ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!