• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘আ.লীগ থেকে তাজউদ্দীন পরিবারকে সরাতে ষড়যন্ত্র!


ফেসবুক থেকে ডেস্ক জুন ১০, ২০১৮, ০৮:১১ পিএম
‘আ.লীগ থেকে তাজউদ্দীন পরিবারকে সরাতে ষড়যন্ত্র!

ঢাকা: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের অভিযোগ, একটি কুচক্রী মহল আওয়ামী লীগের রাজনীতি থেকে তাজউদ্দীন পরিবারকে সরিয়ে ফেলতে চায়। রোববার (১০ জুন) ফেসবুকে তিনি এমন মন্তব্য করেন।

সোহেল তাজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে লিখেছেন, ‘দুঃখজনক হলেও সত্যি যে, আওয়ামী লীগের ভেতরে একটি কুচক্রী মহল তাজউদ্দীন পরিবার ও বঙ্গবন্ধুর পরিবারের মধ্যে বিভেদ সৃষ্টি করে আওয়ামী রাজনীতি থেকে তাজউদ্দীন পরিবারকে সরিয়ে ফেলতে চায়। এদের প্রভাব দলের ভেতরে ও প্রশাসনের সর্বস্তরে।’

ফেসবুক পোস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দীন আহমেদের সাদাকালো একটি ছবি শেয়ার করেছেন সোহেল তাজ। স্ট্যাটাসের শেষ দিকে নিজের জেলা কাপাসিয়ার বাসিন্দাদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি লিখেছেন, ‘আপনারা কাপাসিয়ায় কোনো অপরাজনীতি হতে দেবেন না।’

গত ৩১ মে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘বেশ কিছুদিন ধরে ভাবছি আমার জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশের জন্য ভালো কিছু কী করা যায় এবং বিশেষ করে যুবসমাজের জন্য পজিটিভ কিছু করা যায় কিনা। অনেক চিন্তাভাবনা করে একটা সমাধান পেয়েছি—ঈদের পর জানাবো!’

সোহেল তাজের ওই স্ট্যাটাসে পাঁচ হাজার ৪৫টি কমেন্টস পড়ে। এটি শেয়ার হয় দুই হাজার ২৩১ বার। লাইক পড়ে ৩৫ হাজারের বেশি। এতে দলমত নির্বিশেষে অনেকেই তাকে স্বাগত জানিয়েছেন ও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন গাজীপুরের কাপাসিয়ার সোহেল তাজ। পরে হঠাৎ পদত্যাগ করেন তিনি। এরপর থেকেই অনেকটা নিভৃতে রয়েছেন তিনি।

তবে মাঝে মধ্যে ফেসবুকে বিভিন্ন বিষয় নিয়ে লিখতে দেখা যায় তাকে। এর আগেও একবার দেশের জন্য কিছু করার কথা লিখেছিলেন তিনি।

সোনালীনিউজ/জেডআরসি/এমএইচএম

Wordbridge School
Link copied!