• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আ.লীগ নেতার গুলিতে ২০ জন আহত


কুষ্টিয়া প্রতিনিধি জানুয়ারি ২২, ২০১৭, ০৯:৩৯ পিএম
আ.লীগ নেতার গুলিতে ২০ জন আহত

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে রাস্তা নির্মাণ নিয়ে গ্রামবাসীর ওপর বেপরোয়া গুলি চালিয়েছে ছালামত নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতা। এ ঘটনায় অন্তত ২০ জন গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ অভিযুক্ত ছালামতকে আটক করেছে। রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পিয়াপুর ইউনিয়নের কামালপুর বাজারে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কামালপুর বাজারের মধ্য দিয়ে গ্রামবাসীর যাতায়াতের জন্য রাস্তা নির্মাণ করার সিদ্ধান্ত নেয় গ্রামবাসী। এতে ছালমাত নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা বাঁধা দেয়ার চেষ্টা করলে গ্রামবাসীরা ক্ষুব্ধ হলে ছালামত তার লাইসেন্সধারী শর্টগান দিয়ে গ্রামবাসীর ওপর বেপরোয়া গুলি চালায়।

ছালামতের বেপরোয়া গুলিতে গ্রামবাসী ও কামালপুর বাজারের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্বিবিদিক ছুটোছুটি করতে থাকে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় ছালামতের চালানো শর্টগানের গুলিতে হামিদ (৪৫), সাদ্দাম (৩২), মরজেম (৫৫), ঝন্টু (২৫), মতিয়ার (৪৮), দুলাল (৫০), ফরিদ (৩৮), সুজন (২৮), খবির (৪৬), রাসেল (২২), শহিদ (৪০), লিটন (২২), হাসান জর্দার (৪০), রবিউল (৪৫), রিয়াজ মোল্লা (৩২), ছাবদেল (৫০), মন্টু (৪৮), হাসান (৫০) ও মুন্তাজ (৩৮) সহ অন্তত  জন গ্রামবাসী গুলিবিদ্ধ হয়। আহতদের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পুলিশ ছালামতকে আটক করেছে।

ঘটনাস্থলে উপস্থিত দৌলতপুর থানার ওসি আহমেদ কবীর হোসেন জানান, গ্রামের রাস্তা নির্মাণ নিয়ে ছালামত নামে এক ব্যক্তি সাধারন মানুষের ওপর শর্টগানের গুলি চালিয়েছে। এতে বেশ কয়েকজন আহতও হয়েছেন। ছালামতকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

পিয়ারপুর ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ লালু জানান, ছালামত নামে এক দূবৃর্ত্ত এলাকার সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে। এতে অন্তত ২০ জন গ্রামের সাধারণ মানুষ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!