• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আ.লীগ বিএনপিতে মনোনয়ন চান অর্ধশতাধিক শিক্ষক


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৫, ২০১৮, ১০:২৪ এএম
আ.লীগ বিএনপিতে মনোনয়ন চান অর্ধশতাধিক শিক্ষক

ঢাকা: নির্বাচনকে সামনে রেখে অর্ধশতাধিক শিক্ষক বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন চাচ্ছেন। নিজ নিজ আসনে তারা প্রচারণাও শুরু করেছেন। নৈতিকতা ধরে রেখে রাজনীতি করার আহ্বান এই শিক্ষাবিদদের।

মো. শাহজাহান আলম সাজু । তিনি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব। স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদকও। তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চান ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম। তিনি বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক। ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান বাগেরহাট ৪ আসন থেকে।

শিক্ষক সংগঠনগুলোর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এরকম অর্ধশতাধিক শিক্ষক বিভিন্ন রাজনৈতিক দল থেকে মনোনয়ন প্রত্যাশী। তারা পুরোদমে এলাকায় প্রচারণা চালাচ্ছেন।

শিক্ষকদের এভাবে রাজনীতিতে আসা বিষয়টি কিভাবে দেখছেন শিক্ষাবিদরা। কথা হচ্ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ কায়কোবাদের সাথে। তিনি বলছেন, শিক্ষকরা সংসদে নীতি নৈতিকতা ধরে রেখে প্রতিনিধিত্ব করতে পারলে দেশের জন্য ভাল।

তবে শিক্ষকদের ক্ষেত্রে সকল সংর্কীর্নতা ত্যাগ করে রাজনীতি করার আহ্বানও শিক্ষা সংশ্লিষ্টদের।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!