• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আ.লীগের দুপক্ষে সংঘর্ষ, গ্রেপ্তার ১০


ঝিনাইদহ প্রতিনিধি ফেব্রুয়ারি ২৪, ২০১৭, ০৪:০২ পিএম
আ.লীগের দুপক্ষে সংঘর্ষ, গ্রেপ্তার ১০

সংঘর্ষের সময় উদ্ধার করা রামদা

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের দু’পক্ষের সংর্ষের পর শহর জুড়ে উত্তেজনা বিরাজ করেছে। এ ঘটনায় পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে।

এছাড়া রামদা, ঢাল, সড়কিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আরিফ রেজা মন্নুর সমর্থক পৌর সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম ও পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক আবুল কালামকে কুপিয়ে আহত করে পৌর মেয়র কাজী আশরাফুল আজমের সমর্থকরা।

এ ঘটনায় উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।এসময় আহত হয় ২ পুলিশ সদস্য।

তিনি আরো জানান, ঘটনার পর রাতে ৪০ জনকে আসামি করে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। মামলার পর অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় শৈলকুপা শহরের সকল দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আবারো সংঘর্ষ এড়াতে শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!