• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আ.লীগের ব্যয়ের চেয়ে আয় বেশি


নিজস্ব প্রতিবেদক জুলাই ৩১, ২০১৭, ০৬:০৭ পিএম
আ.লীগের ব্যয়ের চেয়ে আয় বেশি

ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) কাছে ২০১৬ সালের সাংগঠনিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে আওয়ামী লীগ। হিসাবে দেখা গেছে, দলটির ব্যয়ের চেয়ে আয়ের পরিমাণ বেশি।

২০১৬ সালে দলটির আয় ছিল ৪ কোটি ৮৪ লাখ ৩৪ হাজার ৯৭ টাকা এবং ব্যয় হয়েছে ৩ কোটি ১ লাখ ৮৪ হাজার ৭৯৯ টাকা।

সোমবার (৩১ জুলাই) সকালে  নির্বাচন কমিশনে সিইসির কাছে সাংগঠনিক আয়-ব্যয়ের হিসাব জমা দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

জমা দেয়া হিসেবে বলা হয়েছে, ২০১৬ সালে দলটির আয় ছিল ৪ কোটি ৮৪ লাখ ৩৪ হাজার ৯৭ টাকা এবং আয়ের উৎস হিসেবে দেখানো হয়েছে সংগঠনের নেতাকর্মীদের চাঁদা, স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে নির্বাচনে দলীয় মনোনয়নপত্র বিক্রির অর্থ ও শুভানুধ্যায়ীদের অনুদান।

অন্যদিকে দলটির ব্যয় হয়েছে ৩ কোটি ১ লাখ ৮৪ হাজার ৭৯৯ টাকা এবং ব্যয়ের খাত হিসেবে দেখানো হয়েছে, নির্বাচনী প্রচারণা, জনসভা, ত্রাণ ও বিভিন্ন সাংগঠনিক খরচ।

এছাড়া দলটির ব্যাংক জমার পরিমাণ ২৫ কোটি ৫৯ লাখ ১১ হাজার ৪৪১ টাকা এবং এ হিসাবে ব্যাংক থেকে প্রাপ্ত সুদের পরিমাণ ১ কোটি ২৪ লাখ ৬৪ হাজার ৭৯৬ টাকা।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!