• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
দুই আসনে উপ-নির্বাচন

আ.লীগের মনোনয়ন বিতরণ শুরু মঙ্গলবার


নিজস্ব প্রতিবেদক জুন ১৩, ২০১৬, ১০:৪৪ পিএম
আ.লীগের মনোনয়ন বিতরণ শুরু মঙ্গলবার

জাতীয় সংসদের ১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) ও ১৪৮ ময়মনসিংহ-৩ (গৌরীপুর) উপ-নির্বাচনে ক্ষমতাশীল দল আওয়ামী লীগ মঙ্গলবার (১৪ জুন) থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করবে, চলবে বুধবার পর্যন্ত।  

সোমবার (১৩ জুন) রাতে দলটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এই দুই আসনে অনুষ্ঠেয় উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মঙ্গলবার ও বুধবার (১৪ ও ১৫ জুন ) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দলের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করতে হবে। সেই সঙ্গে বৃহস্পতিবার (১৬ জুন ) দুপুর ২টার মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দেয়ারও অনুরোধ করা হয়।

উল্লেখ্য, উপরোক্ত দিন ও সময়ে নির্ধারিত ফি বাবদ নগদ ২৫,০০০/-(পঁচিশ হাজার টাকা) জমা দিয়ে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!