• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘আল্লাহ মেহেরবান’ গানটি সরাতে আইনি নোটিশ


বিনোদন প্রতিবেদক মে ২৮, ২০১৭, ০২:১৯ পিএম
‘আল্লাহ মেহেরবান’ গানটি সরাতে আইনি নোটিশ

ঢাকা : মুসলিমদের প্রধান সাধনার মাস রমজান ও ধর্মীয় উৎসব ঈদকে উপলক্ষ্য করে ‘বস ২’ ছবির ‘আল্লাহ মেহেরবান’ গানটি সামাজিক মাধ্যমে প্রকাশের পর থেকেই জোর সমালোচনা চলছে। এবার গানটি বন্ধ করে ইউটিউব থেকে তিনদিনের মধ্যে সরিয়ে ফেলার জন্য দেয়া হয়েছে আইনি নোটিশ।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়াকে আজ রোববার দুপুরে ডাকযোগে আইনি নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান। 

সংস্কৃত মন্ত্রণালয় সচিব, তথ্যসচিব, এফডিসির পরিচালক সমিতির সভাপতি ও সেন্সরবোর্ডের কাছেও এ চিঠি দেয়া হয়েছে। চিঠিতে ছবিটি প্রকাশ পেলেও গানটি যাতে কোনমতেই না থাকে সে বিষয়ে পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

তিনদিনের মধ্যে গানটি সরিয়ে না ফেললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম খান। তিনি জানান, আল্লাহর নামে মদ ও স্বল্প পোশাকে নারীদেহ প্রদর্শন করে ইসলাম ধর্মকে অবমাননা করা হয়েছে। এ গানের চিত্রায়ন ও দৃশ্যায়নের মাধ্যমে আপত্তিকর দৃশ্য দেখানো হয়েছে, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।  অতিদ্রুত ইউটিউব থেকে এ ভিডিও সম্বলিত গানটি রিমুভ অপসারণ করতে বলা হয়েছে।

সুপ্রিমকোর্টের আইনজীবী মো. আজিজুল বাশারের পক্ষে তিনি এ আইনী নোটিশ পাঠিয়েছেন বলেও জানান হুজ্জাতুল ইসলাম খান।

রোজার ঈদে মুক্তি দেয়ার প্রস্তুতি নিয়ে কাজ এগিয়ে চলছে দুই বাংলার যৌথ প্রযোজনার ছবি ‘বস ২’। প্রমোশনের অংশ হিসেবে গেল শুক্রবার প্রকাশ করা হয় ছবির গান ‘আল্লাহ মেহেরবান’। এই গানে বাংলাদেশের নুসরাত ফারিয়ার খোলামেলা উপস্থিতি দারুণ সাংঘর্ষিক বলেই মনে করছেন বেশিরভাগ সিনেমাপ্রেমী ও সমালোচক। গানের শিরোনাম, কথা অথবা ভাবধারার সঙ্গে এটি কোনোভাবেই যায় না। 

অবাক বিষয় হলো, গানটির সঙ্গে জিতের কালো কাবলি-পাগড়িসহ ড্রেসআপ এবং উপস্থিতি একেবারেই স্বাভাবিক ও মার্জিত। ফলে নুসরাত ফারিয়ার এমন খোলামেলা উপস্থিতি কতটা প্রাসঙ্গিক আর কতটা উদ্দেশ্যমূলক, সেটি নিয়েও অনেক প্রশ্ন। যদিও ফারিয়ার ভাষ্য বেশ ডিপ্লোমেটিক। তার মতে, ‘সমালোচিত বলেই আলোচিত।’

বাবা যাদব পরিচালিত এ ছবিতে জিতের বিপরীতে ঢাকার নুসরাত ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন কলকাতার শুভশ্রী। আরও অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, অমিত হাসান, সীমান্ত প্রমুখ। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎস ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘বস ২’।
 

সোনালীনিউজ/ এসও

Wordbridge School
Link copied!