• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আল্লাহর নূরে অন্তর আলোকিত করার দোয়া


ধর্ম ডেস্ক জুন ২৪, ২০১৬, ০৩:২৭ পিএম
আল্লাহর নূরে অন্তর আলোকিত করার দোয়া

১৮ রমজান ১৪৩৭ হিজরি, শুক্রবার। মাগফিরাতের দশকে জুমআ ও ক্ষমা লাভের অষ্টম দিন আজ। এ দশকে আল্লাহ তাআলা মুমিন বান্দাকে গোনাহ থেকে মুক্তি দান করেন। জুমআর দিন এমনিতেই দোয়া কবুলের দিন। এ দিনে মুমিন বান্দাহ তাঁর অন্তরকে আল্লাহর নূরের আলো দ্বারা আলোকিত করার একটি দোয়া তুলে ধরা হলো-

উচ্চারণ : আল্লাহুম্মা নাব্বিহনি ফিহি লি-বারাকাতি আসহারিহি; ওয়া নাওয়্যের ফিহি ক্বালবি বি-দিয়ায়ি’ আনওয়ারিহি; ওয়া খুজ বি-কুল্লি আ’দায়ি’ ইলাত তিবায়ি’ আছারিহি; বি-নুরিকা ইয়া মুনাওয়্যিরা ক্বুলুবিল আ’রিফিন।

অর্থ : হে আল্লাহ! এ দিনে আমাকে সেহরির বরকতের ওসিলায় সচেতন ও জাগ্রত করে তোল। সেহরির নূরের ঔজ্জ্বল্যে আমার অন্তরকে আলোকিত করে দাও। তোমার নূরের ওসিলায় আমার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে তোমার নূরের প্রভাব বিকশিত কর। হে সাধনাকরীদের অন্তর আলোকিতকারী।

পরিশেষে...
আল্লাহ তাআলা মাগফিরাতের দশকের অষ্টম দিন বরকতময় জুমআর দিন তাঁর নূর দ্বারা প্রত্যেক মুসলিম উম্মাহর অন্তরকে আলোকিত করে দিন। আমিন।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!