• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আশুগঞ্জ মুক্ত দিবস পালিত


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ডিসেম্বর ১১, ২০১৬, ০২:০৩ পিএম
আশুগঞ্জ মুক্ত দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া : নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর আহবানের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে।

রোববার (১১ ডিসেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে স্থানীয় সম্মুখযুদ্ধের স্মৃতিস্তম্বে পুস্পস্তবক অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধারা। পরে আশুগঞ্জ গোলচত্বর এলাকা থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়। এ সময় র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে স্থানীয় কাচারী বীথিকায় বঙ্গবন্ধু মোড়াল চত্বরে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল কায়ছার, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাসিম, সাবেক কমান্ডার হাজী মো. আমিরুল হক ছোট্ট মিয়া, বীর মুক্তিযোদ্ধা হাজী মো. সাদেক মিয়া প্রমূখ।

এ সময় বক্তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানানোর আহবান জানান সরকারের কাছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!