• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আশুগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জুন ২৫, ২০১৭, ১১:৫৮ এএম
আশুগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

ব্রাহ্মণবাড়িয়া: জেলার আশুগঞ্জে সন্ত্রাসী হামলায় যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম (৩৫) গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আশুগঞ্জ প্রেসক্লাবের ভেতরে এ ঘটনা ঘটে। আহত শফিককে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ জানান, বিকেলে শফিকসহ অন্যান্য সাংবাদিকরা প্রেসক্লাবে বসে কথা বলছিলেন। এ সময় স্থানীয় চরচারতলা গ্রামের মিজানের নেতৃত্বে একদল যুবক শফিকের উপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীদের এলোপাথারী মারধরে শফিক তার চোখে মারাত্বক আঘাত পেয়েছেন। পরে শফিককে উদ্ধার করে প্রথমে আশুগঞ্জের ডে-নাইট হাসপাতাল ও পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনার সাথে জড়িতের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে কঠোর ব্যবস্থা নেয়া হবে। হামলাকারীদের ধরতে বিভিন্ন যায়গায় অভিযান চালান হচ্ছে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!