• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় গুলি করে তিন লাখ টাকা ছিনতাই


সাভার প্রতিনিধি অক্টোবর ৮, ২০১৬, ০৮:১৮ পিএম
আশুলিয়ায় গুলি করে তিন লাখ টাকা ছিনতাই

ঢাকার সাভারের আশুলিয়ায় দুর্বত্তরা গ্রামীণফোন ও রবির দুই সিম বিক্রয় প্রতিনিধিকে গুলি করে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার (৮ অক্টোবর) দুপুর আড়াইটায় গ্রামীণফোনের সিম বিক্রয় প্রতিনিধি হাবিবুর রহমান (৩০) ও রবির সোহেল রানা (২৭) আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার বিভিন্ন দোকান থেকে টাকা সংগ্রহ করে নরসিংহপুর যাচ্ছিলেন। পথে দুইটি মোটরসাইকেলে করে আসা চার দুর্বৃত্ত তাঁদের কাছে থাকা টাকার থলে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তারা চিৎকার দিলে দুর্বৃত্তরা তাঁদের পিঠে গুলি করে টাকার থলে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর প্রথমে তাঁদের স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আশুলিয়া থানা এলাকার রবির এজেন্ট ওয়াহিদুজ্জামান বলেন, দুর্বৃত্তরা দুই বিক্রয় প্রতিনিধির কাছ থেকে অন্তত তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে।

আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!