• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় নিহত রহমানই ‘নব্য জেএমবি’র প্রধান


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২১, ২০১৬, ১২:১৪ পিএম
আশুলিয়ায় নিহত রহমানই ‘নব্য জেএমবি’র প্রধান

ঢাকা: র‌্যাবের অভিযানের সময় আশুলিয়ার গাজীরচট এলাকায় পাঁচতলা থেকে পড়ে নিহত হওয়া আবদুর রহমানই নব্য জেএমবির প্রধান সারোয়ার জাহান।

আজ শুক্রবার (২১ অক্টোবর) সকালে র‍্যাবের পক্ষ থেকে মোবাইল ফোনে গণমাধ্যমে পাঠানো এসএমএসে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিহত আবদুর রহমান ওরফে সারোয়ার জাহান শাইখ আবু ইব্রাহীম আল হানিফ নামেও পরিচিত ছিলেন। এই হানিফের দুই ঘনিষ্ঠ সহযোগী নাফিস আহম্মেদ ওরফে নয়ন এবং হাসিবুল হাসান র‌্যাবের হাতে আটক হয়েছেন। এ ছাড়া উদ্ধার করা হয়েছে ২৭ লাখ ৭০ হাজার টাকা।

র‍্যাব জানায়, গত ৮ অক্টোবর সন্দেহভাজন এক জঙ্গিকে ধরতে আশুলিয়ার গাজীরচটে পাঁচতলা বাড়িতে অভিযান চালানো হয়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পঞ্চম তলা থেকে লাফিয়ে পড়েন। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

পরে ওই বাড়ি থেকে তিন শিশুসন্তানসহ নিহত ব্যক্তির সন্তানসম্ভবা স্ত্রী শাহনাজ আক্তারকে গ্রেপ্তার করে র‌্যাব। উদ্ধার করা হয় ৩০ লাখ টাকা।

র‍্যাব বলছে, আশুলিয়ার সেই পাঁচতলা থেকে পড়ে নিহত ব্যক্তির নাম জানা যায় আবদুর রহমান। পরে নিশ্চিত হওয়া গেছে, এই রহমানই নব্য জেএমবির প্রধান সারোয়ার জাহান। আর এই ব্যক্তি শাইখ আবু ইব্রাহীম আল হানিফ নামেও পরিচিত ছিলেন।

সোনালীনিউজ/এমএন

Wordbridge School
Link copied!