• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় ব্যাংক ডাকাতি মামলা : রায় ৩১ মে


সাভার প্রতিনিধি মে ২৫, ২০১৬, ০৭:২২ পিএম
আশুলিয়ায় ব্যাংক ডাকাতি মামলা : রায় ৩১ মে

সাভারের আশুলিয়ায় ব্যাংক ডাকাতির মামলার রায় আগামী ৩১ মে ঘোষনা করা হবে বলে জানায় আদালত।

রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তি-তর্ক শুনে বুধবার (২৫ মে) ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান এই দিন ঠিক করে দেন।

এ ব্যাপারে আসামীপক্ষের অন্যতম আইনজীবী ফারুক আহমেদ জানান, গত রোববার থেকে শুরু করে দুই দিন আত্মপক্ষ সমর্থনে যুক্তি উপস্থাপন করেন তারা।

উল্লেখ্য,গত বছর ২১ এপ্রিল সাভারের আশুলিয়ার কাঠগড়া বাজারে কমার্স ব্যাংকের একটি শাখা কার্যালয়ে হানা দেয় ডাকাত দল। এ সময় তাদের ছোড়া গুলিতে ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপকসহ আটজন নিহত হন। জঙ্গি অর্থায়নে তহবিল গঠনের জন্য এ ডাকাতি বলে গ্রেফতারদের বরাত দিয়ে জানায় পুলিশ।

মামলার ১১ আসামির মধ্যে ১০ জন গ্রেফতার রয়েছেন, তাদের সাতজনই নিষিদ্ধ সংগঠন জামায়তুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য।

ওই সাতজন ডাকাতির ঘটনায় সংশ্লিষ্টতার কথা স্বীকার করে আগেই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

তবে আত্মপক্ষ সমর্থনে তারা বলেছেন, ‘নির্যাতন’ চালিয়ে ওই জবানবন্দি নেওয়া হয়েছিল।তারা সবাই নিজেদের নির্দোষ দাবি করেছেন বলে তাদের আইনজীবী ফারুক জানান।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

 

Wordbridge School
Link copied!