• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
খালেদা জিয়ার বৈঠক রাতে

আসছে ঢাকার বাইরে কর্মসূচি


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৫, ২০১৭, ০৫:০২ পিএম
আসছে ঢাকার বাইরে কর্মসূচি

ফাইল ছবি

ঢাকা : দীর্ঘদিন পর দেশের রাজনৈতিক অঙ্গন আবার সরব হয়ে উঠছে। প্রায় দুই বছর পর মাঠের রাজনীতিতে নামার সুযোগ পেয়েছে বিএনপি। এরই ধারাবাহিকতায় ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ বুধবার (১৫ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক বিষয়, আগামী দিনের কর্মসূচি, জাতীয় সংসদ নির্বাচন, সহায়ক সরকার, প্রধান বিচারপতির পদত্যাগসহ সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হবে।

গত জুলাই মাসে লন্ডনে যাওয়ার আগে খালেদা জিয়া সর্বশেষ ২০ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন। প্রায় চার মাস পর আবার বৈঠকে বসছেন জোটের নেতারা।

তিন মাসেরও বেশি সময় পর গত ১৮ অক্টোবর দেশে ফেরেন বিএনপির প্রধান। এরপর ২৩ অক্টোবর দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীতে বিএনপি আয়োজিত সমাবেশে গত রবিবার ভাষণ দেন খালেদা জিয়া। এর আগে সড়কপথে কক্সবাজার সফর করেন তিনি।

এদিকে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের পর আরো মাঠের কর্মসূচি নিচ্ছে বিএনপি। একাধিক দলীয় সূত্রগুলো জানায়, এবার ঢাকার বাইরে কর্মসূচি দেয়ার কথা ভাবা হচ্ছে। পরবর্তী কর্মসূচিতে খালেদা জিয়া সড়কপথে সিলেট অথবা রাজশাহী যেতে পারেন।

জানা গেছে, ঢাকার বাইরের কর্মসূচি দেয়ার ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে প্রাধান্য দেয়া হতে পারে। গত এপ্রিলে পাহাড়ি ঢলের তোড়ে বাঁধ ভেঙে সিলেটের সুনামগঞ্জের হাওর অঞ্চলের অন্তত ১০ হাজার হেক্টর বোরো ফসল তলিয়ে যায়। আর আগস্টে বন্যায় মারাÍকভাবে ক্ষতিগ্রস্ত হয় উত্তরাঞ্চলের অন্তত ১৫ জেলা।

এ কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরবর্তী সফর এই দুই অঞ্চলে হতে পারে বলে দায়িত্বশীল নেতারা জানান।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!