• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আসছে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ফোন


বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক এপ্রিল ২৯, ২০১৭, ০৫:৪৭ পিএম
আসছে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ফোন

নিজের তৈরি ফোন হাতে জন ম্যাকআনি

ঢাকা: বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ফোন শিগগিরই আসছে বাজারে। জন ম্যাকআনি নামে মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ও ব্যবসায়ী কিছুদিন আগে তৈরি করেছেন এই স্মার্ট ফোন। ফোনটির নামও দিয়েছেন তার নিজের নামেই।

ফোনের সুরক্ষা নিয়ে ব্যবহারকারীদের দুশ্চিন্তার তো শেষ নেই। চুরি গেলে বা হারিয়ে গেলে ব্যক্তিগত তথ্য খোয়া যাওয়ার চিন্তায় ঘুম থাকে না। ফোনের তথ্য সুরক্ষিত করতে প্যাটার্ন, পাসওয়ার্ড, ফিঙ্গার প্রিন্ট, রেটিনা স্ক্যান- কত রকম লক সিস্টেম যে ব্যবহার করি।

তবে বিশেষজ্ঞরা বলেন, সেই লক সিস্টেম ভাঙা খুব একটা জটিল ব্যাপার নয়। তা হলে উপায়? হ্যাঁ, উপায় বাতলে দিলেন জন ম্যাকআনি। এমজিটি করপোরেশনের হাত ধরে বাজারে আসবে এই ফোন। জনের দাবি, এটিই বিশ্বের সবচেয়ে সুরক্ষিত স্মার্টফোন।

 কী কী থাকছে এই ফোনে?
• ফোনের ব্যাক কভারের পিছনে থাকছে অসংখ্য ছোট সুইচ।
• সেসব সুইচের সাহায্যে ব্যাটারি, ওয়াইফাই অ্যান্টেনা, ব্লুটুথ, ক্যামেরা, মাইক্রোফোন সবই ফোন থেকে আলাদা করে দেয়া যাবে।
• স্টিং রে বা আইএমএসআই ক্যাচার জাতীয় ট্র্যাকার দিয়েও ফোনটিকে ট্র্যাক করা যাবে না।
• থাকছে ওয়েব সার্চ অ্যানোনিমাইজার।
• অ্যান্ড্রয়েড ভার্সনেই চলবে এই স্মার্টফোন।

তবে কিছু কিছু রহস্য আর চমক প্রকাশ করেননি জন ম্যাকআনি। ফোনটির প্রাথমিক দাম স্থির হয়েছে এক হাজার একশ ডলার। বাংলাদেশি টাকায় ৭০ হাজার ৬শ টাকা। আসছে জুন মাসেই প্রথম ভার্সন ‘আলফা’র পরীক্ষা সম্পন্ন হবে। এরপরে বছরের শেষ দিকে আলফা বাজারে পাওয়া যাবে। আগামী ২০১৮ সালেই ম্যাকআনির দ্বিতীয় ভার্সন আসবে বাজারে।

সোনালীনিউজ/এন

Wordbridge School
Link copied!