• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আসছে ১০০ বলের ক্রিকেট


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২০, ২০১৮, ০৪:১৬ পিএম
আসছে ১০০ বলের ক্রিকেট

ঢাকা: নতুন সংস্করণের ক্রিকেট চালু করতে যাচ্ছে ইংল্যান্ড। ১০০ বলের ইনিংসে এক নতুন ফরম্যাটের ক্রিকেট চালু করতে চলছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। আটটি দল নিয়ে হবে এই টুর্নামেন্ট।

নতুন ফরম্যাটে ইনিংস হবে ১৫ ওভার এবং শেষ ওভার ১০ বলের। অর্থাৎ মোট ১০০ বলের। যা টি-টোয়েন্টি ফরম্যাটের থেকেও ছোট। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) ইসিবি চেয়ারম্যান, ফাস্ট ক্লাস কাউন্টির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং এমসিসি এই নতুন ফরম্যাটের টুর্নামেন্টের প্রস্তাব দেয়।

প্রধান নির্বাহী কর্মকর্তা টম হ্যারিসন বলেন, ‘এটা সম্পূর্ণ নতুন আইডিয়া। যা নতুন প্রজন্মকে আকৃষ্ট করবে। ক্রিকেটের প্রতি তাদের আগ্রহ বাড়াবে।’

সাউদ্যাম্পটন, বার্মিংহ্যাম, লিডস, লন্ডন, ম্যানচেস্টার, কার্ডিফ এবং নটিংহ্যাম শহরে ম্যাচগুলো হবে। ২০২০ সালে শুরু হতে চলা এই টুর্নামেন্ট চলবে প্রায় পাঁচ সপ্তাহ ধরে। ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত টুর্নামেন্টটি সরাসরি সম্প্রচার করবে বিবিসি।

অতীতে বিভিন্ন সময়ে চার, পাঁচ ও আট বলের ওভার হলেও ১৯৭৯-৮০ থেকে ছয় বলের ওভার হয়ে আসছে। ইসিবি গত বছরই এই নতুন ফরম্যাটের ঘোষণা করেছিল। ইসিবির লক্ষ্য আইপিএল ও বিগ ব্যাশের সঙ্গে টক্কর দেয়া।

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম

Wordbridge School
Link copied!