• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা

আসামিদের পক্ষে যুক্তিতর্ক অব্যাহত


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৩, ২০১৮, ১২:২১ পিএম
আসামিদের পক্ষে যুক্তিতর্ক অব্যাহত

ঢাকা : ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা মামলায় অভিযুক্ত আসামিদের সমর্থনে আইনি যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) যুক্তিতর্ক উপস্থাপনের ৪৩তম দিবসে আসামি আরিফ হাসান সুমনের পক্ষে আইনজীবী মিজানুর রহমান তার বক্তব্য পেশ করেন। যুক্তিতর্ক অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।

রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে সাবেক কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার বিচার চলছে। বিচারক শাহেদ নূর উদ্দিন।

গত বছরের ২৩ অক্টোবর থেকে যুক্তিতর্ক পর্বের শুনানি শুরু হয়। ২১ আগস্টের ওই নৃশংস গ্রেনেড হামলায় পৃথক দুটি মামলায় মোট আসামি এখন ৪৯ জন। মামলার আসামি বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি নেতা সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ২৩ জন কারাগারে রয়েছেন। অপর ৮ সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা জামিনে রয়েছেন।

এক দশক ধরে সপরিবারে লন্ডন প্রবাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি নেতা হারিছ চৌধুরী ও শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মেজর জেনারেল (অব.) এটিএম আমিন, লে. কর্নেল (অব.) সাইফুল ইসলাম জোয়ার্দারসহ ১৮ জন বিচার শুরু থেকে এখনো পলাতক।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!